X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সেরা অমিতাভ ও আলিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ১৫:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫

অমিতাভ ও আলিয়া। ছবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রবিবার হয়ে গেল ভারতের অন্যতম সিনেমাভিত্তিক পুরস্কার অনুষ্ঠান স্ক্রিন অ্যাওয়ার্ড। এবারের স্ক্রিন অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘পিংক’। ছবিটি আরও তিনটি পুরস্কার জিতে নিয়েছে। এরমধ্যে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিগ বি অমিতাভ বচ্চন, সেরা সম্পাদনা আদিত্য ব্যানার্জি, সেরা সংলাপ রিতেশ শাহ।
এবার সেরা অভিনেত্রী হয়েছেন ‘উড়তা পাঞ্জাব’-এ অভিনয়ের জন্য আলিয়া ভাট। আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রেখা।

অপর পুরস্কার জয়ীরা হলেন- সেরা পরিচালক রাম মাধবাবি (নিরজা), সমালোচকের সেরা অভিনেতা সুশান্ত সিং রাজপুত (এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি), সমালোচকের সেরা অভিনেত্রী স্বারা ভাস্কর (নিল বাত্তে সান্নাটা), প্রতিশ্রুতিশীল নবাগত পরিচালক তিনু সুরেশ দেশাই (রুস্কম), সেরা কৌতুক অভিনেতা বরুন ধাওয়ান (দিশুম), সেরা শিশু শিল্পী রিয়া শুক্লা (নিল বাত্তে সান্নাটা), সেরা নবাগত অভিনেতা জিম সার্ব (নিরজা) ও হর্ষবর্ধন কাপুর (মির্জিয়া), সেরা নবাগত অভিনেত্রী দিশা পাটানি (এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি), সাপোর্টিং অভিনেতা ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন্স), সাপোর্টিং অভিনেত্রী শাবানা আজমি (নিরজা), সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য্য (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা সংগীত প্রিতম (অ্যায় দিল হ্যায় মুশকিল),  সেরা গায়ক অমিত মিশরা (বুলেয়া, অ্যায় দিল হ্যা মুশকিল), সেরা গায়িকা পলক মুচ্চাল (কৌন তুছে, এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি), সেরা নৃত্য নির্দেশক বসকো-সিজার (কালা চশমা, বার বার দেখো), সেরা সিনেমাটোগ্রাফি আনয় গোস্বামী (ফিতুর), সেরা অ্যাকশন জয় সিং নিজ্জার (শিভায়), সেরা কাহিনি-চিত্রনাট্য সাইউইন কুয়াদ্রাস (নিরজা) এবং স্টার প্লাস নতুন চিন্তা পুরস্কার আলিয়া ভাট। অনুষ্ঠানে শাহরুখ, দীপিকা, সোনম ও সালমান। ছবি- বলিউড লাইফ

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু