X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বুলবুল-এলিটা

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৫১

আহমেদ ইমতিয়াজ বুলবুল ও এলিটা করিম মিয়ানমারে চলমান রোহিঙ্গা হত্যার প্রতিবাদে এবার গান বেঁধেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ‌‘রোহিঙ্গা' শিরোনামের এই গানটিতে তিনি কণ্ঠও দিয়েছেন।

মাহবুবুল এ খালেদের কথায় এই গানে আরও কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রীতা, শুক্লা, কৃষ্ণা, ইতি, ঋতু ও স্মরণ।
বাংলার পাশাপাশি গানটির একটি ইংরেজি ভার্সনও তৈরি হয়েছে। সেটি একাই কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘চলতি সময়ে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার বিষয়টি আমাকে খুব কষ্ট দিচ্ছে। জানি, গান ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো আমার কাছে আর কিছু নাই। তাই এই গানটি করা। শিল্পী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি।’
গানটির ইংরেজি ভার্সন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি বিদেশিরাও যাতে গানটি বুঝতে পারে, সে জন্যই এলিটাকে দিয়ে ইংরেজি ভার্সন করেছি।’
জানা গেছে, কিছুদিনের মধ্যে ভিডিও আকারে গানটি প্রকাশ পাচ্ছে ইউটিউবসহ টেলিভিশন এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র