X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আসামে ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪

‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’ রাধা-কৃষ্ণের প্রচলিত মিথ ভেঙ্গে মৌলিক গল্প নিয়ে নির্মিত দীপা মাহবুবা ইয়াসমিনের প্রথম চলচ্চিত্র ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’। গত ৩০ নভেম্বর দেশে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর আসামের ‘১২ তম আড্ডা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

এ উৎসব শুরু হচ্ছে ১০ ডিসেম্বর থেকে। আসামের গৌহাটির ‘জয়তী চিত্রাবন ফিল্ম স্টুডিও’ মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধনী দিনে ফিকশন বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। দুইদিনব্যাপী এ উৎসব চলবে। এমনটাই জানিয়েছেন পরিচালক দীপা মাহবুবা ইয়াসমিন।
‘দ্য লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’ (বছরের দীর্ঘতম রাত) চলচ্চিত্রের গল্প এক যুবক ও দেবীর দীর্ঘতম রাতের প্রেমের গল্প নিয়ে। যে প্রেমে যুবকের অপেক্ষা শুরু হয়। অনন্ত কালের সে অপেক্ষা কেবল দেবীর রূপ দর্শনের জন্য। একদিন যুবক অনুভব করে, তার মনে দেবীরূপে বাস করে এক মায়ামোহিনী।
আবদুল্লাহ আল মুক্তাদিরের গল্প অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন শাওন শাহ ও মারিনা মিতু। এটি এপিফ্যানিয়া’র ব্যানারে নির্মিত প্রথম ছবি।
নির্মাতা দীপা মাহবুবা ইয়াসমিন বলেন, ‘পুরাণের প্রতি আমার আগ্রহ সবসময় ছিল। কারণ পুরাণের বিনির্মাণে তুলে ধরা যায় বর্তমান সময়। দেশের বাইরে ছবিটি প্রদর্শিত হচ্ছে জেনে ভালো লাগছে। এজন্য আমার কলাকুশলী ও অন্যান্যদের ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, আসামের এ উৎসবে ছবিটি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এ দেশের নাম উজ্জ্বল করবে।’
প্রসঙ্গত ‘আড্ডা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ এবারই প্রথম বাংলাদেশের কোনও ছবি প্রদর্শিত হচ্ছে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আয়োজিত এ উৎসবে গতবছর জুরিবোর্ডের অন্যতম সদস্য ছিলেন ৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের জুরি বিটোপ্যান বোরবোরাহ। এছাড়া উপস্থিত ছিলেন আলতাফ মাজিদ এবং গল্পকার প্রশান্ত দাশ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা