X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তাদের কণ্ঠে চায়ের গুণগান

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৬

চায়ের জন্য পাগল তারা... সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, কণা, এলিটা করিম ও সালমা- তাদের সবারই পছন্দের পানীয় চা। এতটাই প্রিয় যে তারা এখন চায়ের গুণগান গাইছেন।

এরমধ্যে সালমার কথাটা শুনলেই তা টের পাওয়া যায়।
‌‘চায়ের জন্য আমাদের মন ভালো হয়ে যায়, সকাল-বিকাল। তাই চায়ের জন্য গাইলাম। বেশ মজার একটি কাজ। গানটি শুনলেই সবাই বুঝতে পারবেন।'
এমন মন্তব্য পার্থ বড়ুয়ারও, ‘বাংলাদেশ চা বোর্ড প্রথমবারের মতো এমন একটি আয়োজন করছে। আর চা তো আমাদের যাপিত জীবনের সঙ্গে মিশে গেছে। তাই সবমিলিয়েই গানটিতে অংশ নিয়ে বেশ উৎসাহ পেয়েছি।'
চা নিয়ে প্রচারণামূলক এই গানটি নির্মিত হয়েছে ডিজে রাহাতের সার্বিক তত্ত্বাবধানে। ১৮ ডিসেম্বর এই গানটি নিয়ে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা জানিয়েছন তিনি। সেদিনই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।  
এদিকে আগামী ১২ জানুয়ারি বাংলাদেশ চা বোর্ড প্রথমবারের মতো আয়োজন করছে ‌চা মেলা ‘টি-এক্সপো-২০১৬’। এ উপলক্ষে মূলত তারা ‘চা’ শিরোনামের এই গানের কাজ করেছেন। পাশাপাশি এ শিল্পীরা গানে গানে তুলে ধরেছেন চা ও দেশকে নিয়ে নানা কথা। মেলাটির প্রচারণামূলক কাজে এটি ব্যবহার করা হবে।
এই মেলার অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!