X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আসছে তানিয়া-মিম জুটির প্রথম চলচ্চিত্র!

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ১৩:১৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪

ছবির পোস্টারে মিম, সাজ্জাদ, সাব্বির ও  মিশু মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে অভিনেত্রী তানিয়া আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’-এর। আগামী ২৭ জানুয়ারি এটি মুক্তি পাবে। এর প্রধান দুটি চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম ও সাজ্জাদ।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ছবির পুরো কাজ হয়েছে লন্ডনে।
মিম বলেন, ‌‘ছবির জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল। চুলের স্টাইলে বড় পরিবর্তন এনেছিলাম তখন। অনেকদিন আগে ছবিটির কাজ শেষ হয়েছে। অন্য সবকিছু সম্পন্ন করে এটি এখন মুক্তি পাচ্ছে।’|
এ ছবিতে মিম ও সাজ্জাদ ছাড়াও অন্যতম চরিত্রে আছেন মীর সাব্বির, মিশু সাব্বির। আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ।
ছবিটির কাহিনি, সংলাপ ও রচনায় আছেন রায়হান খান। নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
 ‘গুডমর্নিং লন্ডন’ নামে ছবির শুটিং শুরু হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে নাম রাখা হয় ‘ভালোবাসা এমনই হয়’। ২০১৪ সালের আগস্ট মাসে এ কাজ শুরু হয়েছিল। তানিয়া আহমেদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র হওয়ায় শুরু থেকেই ছবিটি বেশ আলোচিত। পাশাপাশি মিমের কারণেও সেসময় সংবাদমাধ্যমের শিরোনামে আসে ছবিটি।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র