X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বক্স অফিস-অস্কার নিয়ে মাথাব্যথা নেই!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২০:১২

‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের পর বলিউড তারকা আমির খানকে অনেকেই আদর করে ভালোবেসে ‘ইডিয়ট’ বলে ডাকেন। ছবিতে অভিনয়ের সময় সব কিছু এতো নিখুঁত করতে চান যে, এ জন্য অনেকেই বলে থাকেন আমিরের মতো ইডিয়ট ছাড়া এমন কাজ কারও পক্ষে করা সম্ভব না! এবার আমির জানালেন, তার অভিনীত ছবির বক্স অফিসে আয় নিয়ে কোনও মাথাব্যথা নেই।

দাঙ্গাল-এর সংবাদ সম্মেলনে বলছেন আমির খান মি. পারফেকশনিস্ট খ্যাত আমির না হয়ে অন্য কেউ এমন কথা বললে হয়ত ভাবা যেত মিডিয়ায় নিজেকে জাহির করতেই এমন কথা বলা। কিন্তু আমির বলেই তার কথাকে একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত ছবি ‘দাঙ্গাল’ প্রথম দিনেই ৩০-৪০ কোটি রুপির বেশি আয় করতে পারে বলে মনে করেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা। এমনকি মুক্তির তিন দিনেই আয় শতকোটি রুপি ছাড়িয়ে যাবে তাদের প্রত্যাশা। অথচ খোদ আমির এগুলোকে একেবারেই পাত্তা দিতে নারাজ।

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে এমন সাফল্যের পর অনুভুতি জানতে চাইলে আমির বলেন, ‘ছুটির দিন না হওয়ার কারণে ৩০-৪০ কোটি রুপি আয় করতে পারবে বলে মনে করি না। আমি আয় নিয়ে ভাবছি না। আমার চিন্তা দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে। অর্থের সংখ্যা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি শুধু চাই ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাক।’

‘দাঙ্গাল’-এর প্রযোজক ও আমির স্ত্রী কিরণ রাও নিজেও আমিরের এ অবস্থানকে সমর্থন করেন। তিনি বলেন, ‘মানুষ যদি এটা পছন্দ করে তাহলে তা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা অনেক যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি। আমার মনে হয় ছবিটি যথার্থভাবেই নির্মাণ করতে পেরেছি। মানুষ যদি হলে এসে ছবিটি দেখে তা হবে আমাদের জন্য বড় পুরস্কার।’

দাঙ্গাল-এ আমির খান তবে দর্শকদের সাড়াতে খুশি ৫১ বছরের আমির। ছবিতে আমির একজন কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে দুই মেয়ে গীতা ও ববিতাকে কুস্তি শিখিয়ে বিশ্বমানে পরিণত করেন।

সংখ্যার পাশাপাশি ‘পিকে’ তারকা ছবিটির অস্কারে যাওয়া নিয়েও ভাবছেন না। বলেন, ‘আমরা চাই ভারতীয় দর্শকরা ছবিটি পছন্দ করুক। এটাই আমাদের বড় পাওয়া হবে। পুরস্কার নিয়ে আমার কোনও আগ্রহ নেই। ’

একই কথা কিরনেরও। তিনি বলেন, ‘এ বছর তো আর আমরা পাচ্ছি না। পরের বছর যদি ভারতের অস্কার কমিটি ছবিটি মনোনীত করে তখন এটা নিয়ে আমি কথা বলতে পারব।’

দাঙ্গাল-এ আমির খান সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’