X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মেয়ের একদিন পরেই মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:০৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:১৪

ডেবি ও ক্যারি ‘দ্য স্টার ওয়ারস' তারকা অভিনেত্রী ক্যারি ফিশার (৬০) মারা গেছেন গত মঙ্গলবার সকালে। এর ঠিক একদিন পরই পরিবারটি পেল আরও একটি দুঃসংবাদ। ক্যারির মা হলিউডের কিংবদন্তি গায়িকা-অভিনেত্রী ডেবি রিনোল্ডস আর নেই।

বুধবার (২৮ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। একই কারণে মৃত্যু হয়েছে ক্যারিরও।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বেভারলি হিলসে নিজের বাসায় হঠাৎ পড়ে যান রিনোল্ডস। তাকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসে ফেরার পথে বিমানে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন ক্যারি। এরপর তাকে লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন ক্যারি।
ক্যারি ফিশার মূলত ‘স্টার ওয়ারস’ সিরিজের ‘প্রিন্সেস’ চরিত্রটির জন্য খ্যাত ছিলেন। ফিশারের প্রথম ছবি ‘শ্যাম্পো’। এছাড়াও তিনি ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’, ‘হোয়েন হ্যারি মিট শ্যালি’, ‘দ্য বার্বস’, ‘দ্য ব্লু ব্রাদারস’সহ বহু চলচ্চিত্র, টিভি ধারাবাহিক ও ভিডিও গেমে কাজ করেছেন।
আর হলিউডে পঞ্চাশ ও ষাটের দশকের অন্যতম অভিনেত্রী ডেবি রিনোল্ডস। সংগীতনির্ভর ও কমেডি ছবির সাড়াজাগানো অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৫২ সালে সংগীতনির্ভর ছবি ‘সিংগিন ইন দ্য রেইন’-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ১৯৬৪ সালের সংগীতনির্ভর ছবি ‘দ্য আনসিঙ্কেবল মলি ব্রাউন’ তাকে এনে দিয়েছিল অস্কার মনোনয়ন।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী