X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পোস্টারে মোড়া বিএফডিসি, চলছে ভোট

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০০:১৮

পোস্টারে মোড়া বিএফডিসি, চলছে ভোট পোস্টারে আগে শুধুই নায়ক-নায়িকারা স্থান পেতেন। তবে এখনও দেখা যাচ্ছে শুধু পরিচালকদের! নেই অন্য তারকারা। চলচ্চিত্র পাড়া এখন শুধু পোস্টারে মোড়া।

এর বিশেষ কারণ আজ (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পরিচালক সমিতির নির্বাচন (২০১৬-১৭)। এই নির্বাচন নিয়ে গত প্রায় দুই মাস ধরেই চলছে বেশ আলোচনা, দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার। চলেছে নানা রকমের প্রচারণা।
তবে সব আলোচনার ইতি ঘটবে আজ বিকাল পাঁচটার পর। সকাল ৯ থেকেই শুরু হয়েছে ভোট।
নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এ আজকের ভোট পরিচালনা করছে।
কমিশনের তথ্য মতে, সভাপতি, মহাসচিবসহ ১৭টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৫১ জন ও কার্যনির্বাহী সদস্যপদে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
প্যানেল তিনটি হলো- আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন এবং সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব।
জানা গেছে, সর্বমোট ৩৬৮ জন পরিচালক নির্বাচন কমিশনের ভোটার তালিকায় থাকলেও এই নির্বাচনে ৩৬০ জন ভোট দেবেন। ভোট গ্রহণ শেষ হলে আজ রাতেই ফল ঘোষণা করা হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’