X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মিম-সাজ্জাদের পয়লা দর্শন

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৮:২৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:৩১

সাজ্জাদ ও মিম মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে, ২৭ জানুয়ারি। এদিনই আসছে অভিনেত্রী তানিয়া আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’।  এর প্রধান দুটি চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম ও সাজ্জাদ।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ছবির পুরো কাজ হয়েছে লন্ডনে। আর এটি নিয়ে সোমবার (৯ জানুয়ারি) বিকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় ‘পয়লা দর্শন’ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন ছবিটির পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা।

তানিয়া আহমেদ বলেন, ‘ইমপ্রেসের প্রতি কৃতজ্ঞতা। সব সময়ই আমাকে সমর্থন করেছে তারা। ছবিটি সেই ভালোবাসারই উদাহরণ।’

মিম বলেন, ‌‘ছবির জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল। চুলের স্টাইলে বড় পরিবর্তন এনেছিলাম তখন। মুক্তি বিলম্বিত হওয়ায় আমিই বেশি চিন্তিত ছিলাম। নিয়মিত খোঁজ নিয়েছি কবে মুক্তি পাবে ছবিটি। অবশেষে মুক্তির তারিখ জানতে পেরে খুবই ভালো লাগছে।’

সংবাদ সম্মেলনে ছবির প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা এ ছবিতে মিম ও সাজ্জাদ ছাড়াও অন্যতম চরিত্রে আছেন মিশু সাব্বির। আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ।

ছবিটির কাহিনি, সংলাপ ও রচনায় আছেন রায়হান খান। নৃত্য পরিচালনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’