X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একই গানে তাদের কণ্ঠ

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৩০

বামে বাবু, উপরে সাব্বির ও জয়িতা, নিচে মুন্নী ফজলুর রহমান বাবু, দিনাত জাহান মুন্নী, সাব্বির ও জয়িতা। চার জনই কণ্ঠশিল্পী। তবে ঘরানাটা একে অপরের থেকে বেশ আলাদা।

এরমধ্যে দুজনের অবস্থান সবচেয়ে ব্যতিক্রম। ফজলুর রহমান বাবু দেশের অন্যতম অভিনেতা, গান করেন শখের বসে। অন্যদিকে খালেদ খান-মিতা হক দম্পতির কন্যা ফারহিন খান জয়িতা মূলত রবীন্দ্রসংগীতশিল্পী।

মূল বিষয় হলো, এই চার জনকেই পাওয়া যাচ্ছে ‘চর জেগেছে’ শিরোনামের একটি গানে। অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এর জন্য তৈরি এই গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। লিখেছেন শাহ আলম সরকার।

জানা গেছে, ছবিতে এই গানটি ব্যবহার করা হবে নদীর বুকে চর জেগে উঠার উৎসবকে ঘিরে।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সাব্বির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অসাধারণ একটি গান গাইলাম। মঙ্গলবার গানটিতে আমি কণ্ঠ দিয়েছি। বুধবার (আজ) অন্য শিল্পীদের কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। এই গানটির মাধ্যমে এবারই প্রথম আমি ইমন দাদার সুরে গাইলাম। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

নির্মাতা বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‌‘গহীন বালুচর'। যার শুটিং শুরু হয়েছে গেল ডিসেম্বরে। ছবির শুটিং সম্পর্কে সৌদ বলেন, ‘ছবিটির ক্যানভাস চর এলাকায় ও শীতকালে। তাই শীতের মধ্যেই পুরো শুটিং শেষ করতে হবে। সেভাবেই এগুচ্ছি এখন।’
ছবিটির শুটিং ইউনিট এখন অবস্থান করছে বরিশালের প্রত্যন্ত চরাঞ্চলে।

সরকারি অনুদানের এ ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। এর প্রধান তিন চরিত্রই নতুন মুখ। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, শাহাদৎসহ অনেকেই।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান