X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইমন-সারিকা: কলকাতা হয়ে মুম্বাই

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ১৫:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪

ইমন ও সারিকা। ছবি: সংগৃহীত সংসার জটিলতা কাটিয়ে কাজে ফেরার পর সারিকার সিংহভাগ কাজ হয়েছে ইমনের সঙ্গে। একই কথার পুনরাবৃত্তি ঘটে ইমনের বেলাতেও। অর্থাৎ চলচ্চিত্র থেকে নাটকে ফিরে তিনিও একই পরিমান কাজ করেছেন সারিকার সঙ্গে।

এটা হতে পারে কাকতাল। হতে পারে ছোট পর্দার কর্তারা খুব করে চাইছেন এই জুটিকে। এটাও হতে পারে, ইমন-সারিকা একসঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছ্ন্দ্যবোধ করছেন আজকাল। হতেই পারে।
সেই সূত্রে এবারই প্রথম দু’জন জুটি বাঁধলেন বিজ্ঞাপনে। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের নতুন একটি পণ্যের বিজ্ঞাপন এটি। ভারতের কলকাতা হয়ে মুম্বাইতে এর শুটিং হয়েছে গেল সপ্তাহে। এটি নির্মাণ করেছেন সেই দেশের সনক মিত্র।
সেখান থেকে ইমন জানান, ‘এর আগে আমি আর সারিকা নাটকে কাজ করেছি। এবারই প্রথম দু’জনে বিজ্ঞাপনে মডেল হয়েছি। আশা করছি দারুণ কিছু হবে।’
ইমন-সারিকা ভারতে উড়াল দেন ১৪ জানুয়ারি। আজ, শুক্রবার সন্ধ্যা নাগাদ একই বিমানে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

ঢাকা ছাড়ার আগে সর্বশেষ সপ্তাহ খানেক আগে তারা জুটি হয়ে শুটিং করেছেন ‘আমন্ত্রণ’ নামের একটি টেলিফিল্মে।

তবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে তাদের এই একসঙ্গে নিয়মিত কাজ করা নিয়ে মিডিয়ায় ফিসফাসফিস চলছে বেশ। যদিও এই বিষয়ে খুব একটা তল খুঁজে পাচ্ছেন না কেউ।

একটু অস্পষ্ট ভাষায় খোঁচা দিতেই সারিকা বাংলা ট্রিবিউনকে বললেন স্পষ্ট ভাষায়, ‘দেখুন আমাদের পরিচয়-বন্ধুত্ব আট-দশ বছরের। একসঙ্গে কাজ করছি প্রথম থেকেই। যখন আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখনই কিছু হলো না। এখন তো সবাই পারিবারিক ভাবে স্যাটেল্ড। তাই এসব নিয়ে কথা বলাটা অন্যায়। প্লিজ আমাদেরকে কাজে মন বসাতে দিন।’

করিমের সঙ্গে সারিকার বিচ্ছেদের পর ইমনকে পেঁচিয়ে যারা গেল ছ’মাস খুউব ফিসফাসফিস করছিলেন, এবার সরাসরি জবাবটা পেলেন তো?
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...