X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কবে আসছেন তপু-আনিলা?

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

তপু ও আনিলা এক পায়ে নূপুর’টা এখনও গুনগুনিয়ে বাজে! তাও তো ঢের সময় আগের কথা। প্রায় বছর দশেক, ২০০৬। তখনই প্রথম শোনা গিয়েছিল ‘এক পায়ে নূপুর’ গানটি।

এরপর অনেক দুপুর-রাত গড়িয়েছে। গানের গায়ক-গায়িকাকে নতুন করে আর পাওয়া যায়নি।

মাঝে লম্বা সময় বিরতি নিয়ে তারা আবারও এক হয়েছেন। সেও মাস কয়েক আগের খবর। খবর মিলেছে আবারও একসঙ্গে গেয়েছেন তপু ও আনিলা। নতুন গানটির নাম রেখেছেন ‘যাবে কি চলে’।
কিন্তু এটুকু তথ্য দিয়ে তো আর ভক্ত-শ্রোতাদের মন ভরে না। সবার একটাই জিজ্ঞাসা- কবে আসছে তপু-আনিলার নতুন গান?
গত বছরের আগস্টে দেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আনিলা। মাত্র মাস খানেক দেশে ছিলেন। তপু জানান তখনই গানটির রেকর্ডিং হয়েছে।
‘এক পায়ে নূপুর’-এর মতোই  ‘যাবে কি চলে’ গানটি লিখেছেন তপু নিজেই। এর সুর-সংগীত করেছে ব্যান্ড যাত্রী। মূলত ব্যান্ডের স্বনামের নতুন অ্যালবাম ‘যাত্রী’তে থাকছে গানটি।

তপু বলেন, ‘আনিলা দেশে ফিরছেন বিষয়টি আগে জানতাম না। তিনি যখন দেশে ফেরেন তখন অ্যালবামের কাজ চলছিল। তাই গানটি অ্যালবামের চমক হিসেবেই করা। অ্যালবামটি প্রকাশ হবে আসছে বৈশাখে।’
তপু আরও জানান, ‘যাত্রী’ অ্যালবামে মোট গান থাকছে ৯টি। অ্যালবামটি প্রকাশের পর ‘যাবে কি চলে’ গানটির ভিডিও নির্মাণ হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়