X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কবে আসছেন তপু-আনিলা?

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

তপু ও আনিলা এক পায়ে নূপুর’টা এখনও গুনগুনিয়ে বাজে! তাও তো ঢের সময় আগের কথা। প্রায় বছর দশেক, ২০০৬। তখনই প্রথম শোনা গিয়েছিল ‘এক পায়ে নূপুর’ গানটি।

এরপর অনেক দুপুর-রাত গড়িয়েছে। গানের গায়ক-গায়িকাকে নতুন করে আর পাওয়া যায়নি।

মাঝে লম্বা সময় বিরতি নিয়ে তারা আবারও এক হয়েছেন। সেও মাস কয়েক আগের খবর। খবর মিলেছে আবারও একসঙ্গে গেয়েছেন তপু ও আনিলা। নতুন গানটির নাম রেখেছেন ‘যাবে কি চলে’।
কিন্তু এটুকু তথ্য দিয়ে তো আর ভক্ত-শ্রোতাদের মন ভরে না। সবার একটাই জিজ্ঞাসা- কবে আসছে তপু-আনিলার নতুন গান?
গত বছরের আগস্টে দেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আনিলা। মাত্র মাস খানেক দেশে ছিলেন। তপু জানান তখনই গানটির রেকর্ডিং হয়েছে।
‘এক পায়ে নূপুর’-এর মতোই  ‘যাবে কি চলে’ গানটি লিখেছেন তপু নিজেই। এর সুর-সংগীত করেছে ব্যান্ড যাত্রী। মূলত ব্যান্ডের স্বনামের নতুন অ্যালবাম ‘যাত্রী’তে থাকছে গানটি।

তপু বলেন, ‘আনিলা দেশে ফিরছেন বিষয়টি আগে জানতাম না। তিনি যখন দেশে ফেরেন তখন অ্যালবামের কাজ চলছিল। তাই গানটি অ্যালবামের চমক হিসেবেই করা। অ্যালবামটি প্রকাশ হবে আসছে বৈশাখে।’
তপু আরও জানান, ‘যাত্রী’ অ্যালবামে মোট গান থাকছে ৯টি। অ্যালবামটি প্রকাশের পর ‘যাবে কি চলে’ গানটির ভিডিও নির্মাণ হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র