X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আফজালের পেইন্টিংয়ে বিয়ের কার্ড!

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৩

উপরে নিমন্ত্রণপত্রের অলংকরণ, নিচে বামে আফজাল হোসেন এবং ডানে জিয়া-কোনাল দম্পতি অভিনয়-নির্মাণের বাইরেও নন্দিত মানুষ আফজাল হোসেনের সফল পরিচিতি রয়েছে চিত্রশিল্পী হিসেবে। তারই ছাপ আবারও রেখেছেন তিনি। তবে একটু ভিন্ন আবহে।

এবার তিনি একটি বিয়ের নিমন্ত্রণপত্রের প্রচ্ছদ এঁকেছেন! যে প্রচ্ছদের অংশ হিসেবে তার রংতুলিতে উঠে এসেছে কবিগুরুর প্রেমময় কবিতার কয়েক ছত্র।

‘তোমার কোমল শান্ত চরণ পল্লব/ চির স্পর্শ রেখে দেয় জীবন তরীতে/ কোনো ভয় নাহি করি বাঁচিতে মরিতে’- এমন কিছু অসাধারণ লাইন দিয়ে আফজাল হোসেন সাজিয়েছেন সাংবাদিক-কণ্ঠশিল্পী দম্পতি জিয়া-কোনালের বিয়ের আমন্ত্রণপত্রের প্রচ্ছদ।

গত বছরের ২১ সেপ্টেম্বর সাংবাদিক মনজুর কাদের জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। ঘরোয়া সেই বিয়ের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা হচ্ছে এই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। রাজধানীর একটি অভিজাত স্থানে সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এই দম্পতি।

এদিকে নিমন্ত্রণপত্রে আফজাল হোসেনের তুলির পরশ প্রসঙ্গে কোনাল ও জিয়া বলেন, ‘আমরা নিশ্চিত ভাগ্যবান। একজন কিংবদন্তি আমাদের মতো ক্ষুদ্র মানুষের বিয়ের কার্ডের ডিজাইন করেছেন! এটা আমাদের নতুন জীবনের জন্য বড় আশীর্বাদ হয়ে থাকলো।’

সম্পর্কিত সংবাদ:
বিয়ে বন্ধনে জিয়া-কোনাল
আফজাল হোসেনের পরিচালনায় কোনাল!
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু