X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মুখ খুললেন পাকিস্তানি নায়িকা মাহিরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০০

মাহিরা খান ‘কখনও ভারতীয়দের দ্বারা উদ্বুদ্ধ হওয়া উচিত নয় আমাদের। আমরা বলিউডি নই।’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছিল বলিউড অঙ্গনে। সেই মন্তব্য নিয়ে নীরব ছিলেন মাহিরা।
বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ রিপোর্ট-এর এক খবরে বলা হয়েছে, মাহিরা নীরবতা ভেঙেছেন। একেবারে ইউটার্ন নিয়েছেন তিনি। জানিয়েছেন, সেই ছোটবেলা থেকেই তিনি বলিউডের অনুরক্ত।
সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটেছে মাহিরার। ‘রইস’ নামের বহুল আলোচিত চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
কিছুদিন আগে একটি বিতর্কিত সাক্ষাৎকার সাক্ষাৎকারে হিন্দি চলচ্চিত্র শিল্পের নেতিবাচক নানা দিক নিয়ে মন্তব্য করেন তিনি। চলচ্চিত্রের প্রশ্নে ভারতীয়দের দ্বারা উদ্ধুদ্ধ না হওয়ার আহ্বান জানান। সাফ জানিয়ে দেন, ‘আমি বলিউডি নই’।
রাহুল ঢোলাকিয়া পরিচালিত ওই চলচ্চিত্রের ডিরেক্টরিয়াল প্রকাশের আগ মুহূর্তে মাহিরার সাক্ষাৎকারের ওই ভিডিও ক্লিপটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আর এতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
তবে এবার সম্পূর্ণ ইউটার্ন নিয়ে মাহিরা বললেন, ‘ওটা একটা বাজে কথা ছিল। কেননা সেই ছোটকাল থেকে আমি বলিউডের অনুরক্ত। প্রাতি বৃহস্পতিবার রাতে ভিডিও ক্যাসেটে বলিউডের চলচ্চিত্র দেখতাম। সারা সপ্তাহজুড়ে ওই বৃহস্পতিবারের অপেক্ষা থাকত’।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে মুক্তি পেলেও ‘আপত্তিকর’ অভিযোগ তুলে পাকিস্তানে নিষিদ্ধ রয়েছে ওই চলচ্চিত্র। দর্শক বিচারে এখন পর্যন্ত বলেউডের টপচার্টে আছে চলচ্চিত্রটি।

/বিএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু