X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফের একসঙ্গে ফুয়াদ-মালা

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪

ফুয়াদ ও মালা মালার শুরুটা ফুয়াদের হাত ধরেই। সফলতাও মিলেছে বেশ। মাঝে মালা অন্যদের সুর-সংগীতে গেয়েছেন, তবে সফলতা ঠিক আগের মতো ধরা দেয়নি।
ফলে সংগীতে ‘ফুয়াদ-মালা’ জুটি হিসেবে ভালোই গ্রহণযোগ্যতা তৈরি করেছে। সেই সূত্রে ভালোবাসা দিবসকে সামনে রেখে দুজনে হাজির হচ্ছেন ফের। প্রকাশ পাচ্ছে ফুয়াদের সংগীতে মালার কণ্ঠে ‘যাইবা যদি যাও’। গানটির কথা ও সুর কে জিয়ার। প্রকাশ করছে গানচিল মিউজিক।
ইতোমধ্যে তৈরি হয়েছে এটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। নির্মাণ করেছেন মিঠুন দেবনাথ। অভিনয় করেছেন তাসনুভা তিশা ও দীপ।
আগামী সপ্তাহের শুরুতেই গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে।
এছাড়া ভালোবাসা দিবসে প্রকাশ পাচ্ছে এ শিল্পীর আরও একটি ভিডিও গান। নাম ‘শূন্যে ওড়াউড়ি’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীতে আছেন অটমনাল মুন। এটি আসছে সুরঞ্জলির ব্যানার থেকে।
প্রসঙ্গত, ২০০১ সালের প্রবাসী কণ্ঠশিল্পী মালা তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নাম ‘মালা’। এরপর ২০১৪ সালে আসে ‘একি আজব কারখানা’ নামে তার দ্বিতীয় অ্যালবাম। দুটি অ্যালবামের সুর-সংগীত করেছিলেন ফুয়াদ।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র