X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশি মেয়ে পাওলি দাম?

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৭

পাওলি দাম ছবির নাম ‘মাটি’। প্রেক্ষাপট- দেশভাগ। যেখানে থাকছে বাংলাদেশের একটি মেয়ের গল্প। আর এ চরিত্রে দেখা যেতে পারে টলিউডের পাওলি দামকে। এমনই ছবির পরিকল্পনা ‘হেমলক’খ্যাত চিত্রনাট্যকার লিনা গাঙ্গুলি ও পরিচালক শৈবাল বেনার্জির।

এতে দুটি চরিত্র চূড়ান্ত হয়েছে। তারা হলেন হলিউডের ‘লাইফ অব পাই’খ্যাত বলিউড অভিনেতা আদিল হুসাইন ও টলিউডের অপরাজিতা। আর মূল চরিত্র মেঘনা চরিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছে পাওলি দামের। বিষয়টি নিয়ে পাওলির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলে জানান পরিচালক।
ছবির গল্প সম্পর্কে জানা যায়, মেঘনা কলকাতায় বসবাসকারী। যার দাদা ও বাবা দেশভাগের পর ১৯৫৫ সালে বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। চলে যাওয়ার সময় বাংলাদেশে তাদের পরিবারের অনেকেই থেকে যান। অতঃপর তার দাদা প্রতিজ্ঞা করেন দেশে ফিরে যাওয়ার। কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি আর ফিরতে পারেন না।
এদিকে পাওলির চরিত্র সম্পর্কে পরিচালক বলেন, ‘গল্পটা আরও বেগবান হয়, যখন শান্তিনিকেতনের ছাত্রী মেঘলার সঙ্গে জিনিয়ার পরিচয় ঘটে। জিনিয়া বাংলাদেশের একটি গ্রামের মেয়ে। জিনিয়া তখন তার বিয়েতে মেঘলাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ দেয়।’
ছবিতে সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। আগামী ৯ মার্চ থেকে এর শুটিং হবে। দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও কলকাতায়।   

প্রসঙ্গত, পাওলি দাম সম্প্রতি বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। তারও আগে অভিনয় করেন যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’-এ।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি