X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের 'বিভক্তির রাজনীতি'র বিপরীতে ইরানি চলচ্চিত্রের অস্কার বিজয়

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৭
image

ট্রাম্পের 'বিভক্তির রাজনীতি'র বিপরীতে ইরানি চলচ্চিত্রের অস্কার বিজয় ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত মুসলিম নিষেধাজ্ঞায় সংশয়ে পড়েছিল তার অস্কার বিজয়ের স্বপ্ন। পরে সেই নিষেধাজ্ঞার প্রতিবাদে নিজেই বয়কট করেছিলেন অস্কারের আয়োজন। কিন্তু ঠিকই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নিলেন ইরানি নির্মাতা আসগার ফারহাদি। এবারের অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তার  অনবদ্য চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’কে বিদেশি ভাষার সেরা সিনেমার স্বীকৃতি দিলো। অস্কার মঞ্চে ফারহাদির লিখিত বক্তব্যে আবারও প্রতিবাদ ধ্বনিত হলো ট্রাম্পের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।  কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে দুটি পুরস্কার জিতে সাড়া ফেলেছিলো এই চলচ্চিত্র।
 এর আগে ২০১৪ সালে নির্মিত ‘দ্য সেপারেশন’-এর জন্য প্রথমবার অস্কার জিতেছিলেন আসগার ফারহাদি। 

এক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে ‘দ্য সেলসম্যান’ এর কাহিনী। চলচ্চিত্রে আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ মঞ্চনাটকে অভিনয় করতে দেখা যায় ওই দম্পতিকে। যৌনকর্মী থাকেন, এমন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার পর তাদের দাম্পত্য জীবনে শুরু হয় টানাপোড়েন।

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে রোববার সন্ধ্যায় ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের এই আসর বয়কট করেছিলেন ফারহাদি। তবে অ্যকাডেমি অ্যওয়ার্ডের রবিবারের আয়োজনে তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান আনুশেহ আনসারি। সেখানে বলা হয়, ‘আমার অনুপস্থিতি আমার জাতি এবং অন্য সাতটি দেশের অভিবাসীদের উপর অমানবিকভাবে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ।’ বার্তায় তিনি আরও বলেন, ‘গোটা বিশ্বে এই বিভাজন আমাদের এবং আমাদের শত্রুদের মধ্যে যুদ্ধের জন্য একটি অন্যায্য অজুহাত তৈরির আশঙ্কা সৃষ্টি করে।’

এবারের অস্কারে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ইরানের ‘দ্য সেলসম্যান’ ছাড়াও জার্মানির ‘টোনি এর্ডমান’, সুইডেনের ‘আ ম্যান কলড উভে’, অস্ট্রেলিয়ার ‘টান্না’ এবং ডেনমার্কের ‘ল্যান্ড অফ মাইন’ মনোনয়ন পেয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু