X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবারও জয়বাংলা কনসার্ট

বিনোদন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ১৪:১১আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৮:২৫

জয়বাংলা কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে গত দুই বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ৭ মার্চ এ আয়োজনটি হবে। এটির আয়োজক সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম।

এবারের কনসার্ট মাতাতে মঞ্চে উঠবে ব্যান্ড ওয়ারফেইজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
আয়োজকরা জানান, এবার ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এ আয়োজন সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে এটি সরাসরি দেখা যাবে।

কনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এরমধ্যে একটি হলো 'জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'।

২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হচ্ছে এ পুরস্কার। এবারও এ পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া তরুণদের সচেতন করতে বেশ কিছু আয়োজন থাকছে এ কনসার্টে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।  

কনসার্টটিতে অংশ নিতে বিনামূল্যে নিবন্ধন করা যাবে এ ঠিকানায় http://ticket.youngbangla.org/। 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু