X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পরপর দুই অ্যালবামই টপচার্টের শীর্ষে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ০০:০৫আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০০:০৫

ফিউচার পরপর দুই অ্যালবাম দিয়েই টপচার্টের শীর্ষস্থান দখল করেছেন আটলান্টার র‌্যাপার ফিউচার।

সোমবার মার্কিন টপচার্টের শীর্ষে জায়গা করে নেয় তার সর্বশেষ অ্যালবাম ‘হেন্ড্রিক্স’। অ্যালবামটি এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার কপি বিক্রি হয়েছে।

২৪ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি পায়। এর আগে ১৭ ফেব্রুয়ারি নিজের নামে একটি অ্যালবাম প্রকাশ করেন ফিউচার। সে অ্যালবামও চলে আসে বিলবোর্ডের শীর্ষে। এরপর বাজিমাত করেন ‘হেন্ড্রিক্স’ দিয়ে।

প্রকাশনা সংস্থা থেকে জানানো হয়, পরপর দুটি অ্যালবাম দিয়ে শীর্ষস্থান দখল করা একমাত্র শিল্পী ফিউচার। সপ্তাহান্তে নিজের সঙ্গেই লড়াই হচ্ছে তার। ২০০টি অ্যালবাম নিয়ে বিলবোর্ডের সাপ্তাহিক হিসাব করা হয়।

এ সপ্তাহে নতুনদের মধ্যে শীর্ষ ১০ এ থাকা অন্য অ্যালবামগুলো হলো লিটলবিগ টাউনের ব্রেকার (৪) এবং অ্যারন ওয়াটসনের ভ্যাকেরো (১০)।

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা