X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হিন্দি ভাষায় শাকিবের ছবি!

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৬:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০৭

শাকিব খান
বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘সবার উপরে তুমি’। এফ আই মানিকের পরিচালনায় যেখানে অভিনয় করেন ঢালিউড কিং শাকিব খান। ছবিটি ২০০৯ সালে বাংলাদেশে মুক্তি পায়।

এর পরের বছর ২০১০ সালে ছবিটি ‘আমার ভাই আমার বোন’ নামে যায় কলকাতার প্রেক্ষাগৃহে। এবার ছবিটি দেখতে পারবেন সমগ্র ভারতের দর্শক। কারণ ছবিটি হিন্দিতে ডাব করা হয়েছে। ডাব করা নতুন এ সংস্করণ গত ৬ মার্চ ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।  হিন্দিতে ছবিটির নাম ‘হ্যালো জিন্দেগি’।
এদিকে বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে জানা যায়, শাকিব এখন কলকাতায় অবস্থান করছেন। যৌথ প্রযোজনার ছবি হিসেবে এটি হিন্দিতে ডাব করা হয়েছে। আর এটি প্রেক্ষাগৃহে নয়, দেখা যাবে শুধু ইউটিউবে। ইউটিউবে ছবিটি অবমুক্ত করেছে অ্যাঞ্জেল ডিজিটাল।

ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার নায়িকা স্বস্তিকার। গত তিন দিনে ছবিটি ইউটিউবে প্রায় ৪০ হাজার দর্শক দেখেছেন।

অন্যদিকে, শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস। তাদের নতুন ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার সায়ন্তিকা ও নুসরাতকে। ছবিটি পরিচলনা করবেন রাজীব বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ছবি ব্যবসায় নামতে চায়। ইতোমধ্যে মতিঝিলে তারা তাদের অফিস নিয়েছে।

‘হ্যালো জিন্দেগি’ ছবি:
 


/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা