X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাকায় ‘জন উইক’-এর দ্বিতীয় অধ্যায়

বিনোদন ডেস্ক
১০ মার্চ ২০১৭, ০০:০৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ০০:০৭

২০১৪ সালের আলোচিত সিনেমা ‌‘জন উইক’। যেখানে দেখা গেছে, পোষা কুকুরকে মেরে ফেলার পর জন উইক তার পুরানো পেশায় ফিরে গিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। দুর্দান্ত অ্যাকশনে চমৎকার কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমার সিক্যুয়েল ‘জন উইক: চ্যাপ্টার টু’ এবার আসছে বাংলাদেশের দর্শকের জন্য।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে আজ (শুক্রবার)। তাই ‘ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস আবারও ফিরেছেন দুধর্ষ জন উইকের চরিত্রে। পরিচালক হিসেবে আছেন প্রথম ছবির সেই চাদ স্ট্যাহেলস্কি।
ছবিতে আরও দেখা যাবে লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকশেন, পিটার স্টোরমেয়ার, থমাস সেডস্কি, পিটার সেরাফিনোউইজদের মতো তারকাদের।
৪০ মিলিয়ন মার্কিন ডলারের এ ছবিটি ইতোমধ্যে আয় করেছে প্রায় ১৫০ মিলিয়ন ডলার।
তবে ছবিটি যে অন্যরকম মারকুটে তার প্রমাণ প্রথম কিস্তিতেই ছিল। তারচেয়েও অন্য একটি গুরুত্বপূর্ণ কারণও আছে। কারণ, ছবির পরিচালক চাদ স্ট্যাহেলস্কি নিজেই স্ট্যান্টম্যান হিসেবে আলোচিত বহু চলচ্চিত্রে কাজ করেছেন।

কিয়ানু রিভস আবারও ফিরেছেন দুধর্ষ জন উইকের চরিত্রে তারও আগে তিনি ছিলেন কিক বক্সার। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য ক্রো’-এর শুটিংয়ের সময় প্রধান চরিত্র ব্র্যান্ডন লি অকালে মৃত্যুবরণ করলে তার ডাবলের ভূমিকায় অভিনয় করেছিলেন স্ট্যাহেলস্কি। স্টান্টবাজি করেছেন এরকম অনেকগুলো সিনেমার মধ্যে বিখ্যাত হল ‘দ্য ম্যাট্রিক্স’। কিয়ানু রিভসের ডাবল ছিলেন তিনি। পরবর্তীতে সেই কিয়ানু রিভসকে নিয়েই নির্মাণ করেছেন ‘জন উইক’।
দ্বিতীয় ছবিতে কিয়ানু রিভসের সঙ্গে আরও আছেন ‘ম্যাট্রিক্স’ তারকা লরেন্স ফিশবার্ন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র