X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মিউজিক ভিডিওতে সেন্সর বোর্ড দরকার: ফাহমিদা

বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১২:৫৭আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:১৯

বলছেন ফাহমিদা নবী ভিডিওর পরিমিতিবোধ নিয়ে কথা বলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। বলেন, ‘মেঘলা দিনের একটি গান বাজানো হচ্ছে, ভিডিওতে দেখানো হলো খোলা আকাশের নিচে গাড়ির টায়ার! মেঘলা দিনের সঙ্গে টায়ারের সংযুক্তি কোথায়? এছাড়া ভিডিও নামে যে পরিমান অশ্লীলতা জমা হচ্ছে, তার জন্য সেন্সর বোর্ড প্রয়োজন!’

ভিডিওর পাশাপাশি গানের কনটেন্ট বিষয়েও জোর দেন এ শিল্পী। বলেন, ‘খারাপ কথার গান হলে আমি কিন্তু গাই না। এটা সচেতনতা থেকে। তবে আমি নবীনদের সঙ্গে কাজ করি। তাদের কথা যদি ভালো না লাগে আমি নিজে পরিবর্তন করি। আমি লিখে দিই। যেন তারা উৎসাহ পায়।’

এ প্রসঙ্গে রফিকউজ্জামন বলেন, ‘ফাহমিদা, এটা তোমার করার দরকার নেই। যার কাজ সেই করুক। নিজে করলে, সে ধীরে ধীরে শিখবে। তার জন্য ভালো হবে।’

গানের আদ্যোপান্ত নিয়ে আজকে বাংলা ট্রিবিউন বৈঠকি ‘গান কী দেখার না শোনার’। এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করেছে আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সঙ্গীতজ্ঞ, গবেষক, শিল্পী ও গান প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করছেন এই বৈঠকিতে।

বৈঠকির একাংশ মিথিলা ফারজানার সঞ্চালনায় এই বৈঠকিতে গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান ছাড়াও অংশ নিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের প্রযোজক এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান, নির্মাতা চন্দন রায় চৌধুরী, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার ও প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলেছে শনিবার বেলা ১টা পর্যন্ত।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’