X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রেডিও’র অনুষ্ঠানে গাইতে লন্ডন যাত্রা!

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৩:১০

ফাহমিদা নবী, সেলিম চৌধুরী ও মেহের আফরোজ শাওন লন্ডনের বাংলা রেডিও স্টেশন বেতার বাংলা’র জন্য গাইতে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সেলিম চৌধুরী।

তাদের সঙ্গে অন্যতম পারফর্মার হিসেবে আরও আছেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। না, তিনি অভিনয় কিংবা নাচের জন্য যচ্ছেন না সেখানে। অন্য দুই কণ্ঠশিল্পীর সঙ্গে বেতার বাংলার অনুষ্ঠানে গলা ছেড়ে গাইবেন তিনিও!
শুক্রবার (১৭ মার্চ) সকালে একটি উড়োজাহাজে চেপে ঢাকা ছাড়লেন তারা।
তার আগে মেহের আফরোজ শাওন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি পেশাদার কণ্ঠশিল্পী না। বরাবরই শখে গাই। তবে গাইবার আমন্ত্রণ পেলে ভালোই লাগে।’
শাওন আরও বলেন, ‘আমার সঙ্গে দু’জন গুণী কণ্ঠশিল্পী আছেন। তাদের সহযোগিতায় এই যাত্রায় ভালো কিছু হবে আশা করছি।’

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের নাটক-চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন শাওন। তার কণ্ঠে ‘আমার আছে জল’, ‘যদি মন কাঁদে’সহ অনেক গানই বেশ জনপ্রিয়তা পায়। আর বাস্তব জীবনে শাওন মূলত নজরুলসংগীতের শিল্পী।

জানা গেছে, লন্ডনের বাংলা কমিউনিটির অন্যতম রেডিও স্টেশন বেতার বাংলা। স্টেশনটির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ২০ মার্চ লন্ডন শহরের রয়েল রিজেন্সি অডিটরিয়ামে একটি জমকালো সংগীতসন্ধ্যার আয়োজন করেছে কর্তৃপক্ষ। যা সম্প্রচার হবে বেতার বাংলাতেও।
আর সেই অনুষ্ঠানে গাইবার আমন্ত্রণেই উড়াল দিলেন ফাহমিদা, সেলিম ও শাওন।
অনুষ্ঠান শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে ২৬ মার্চ নাগাদ।

শাওনের কণ্ঠে হুমায়ূন আহমেদের গান:


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা