X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পরিচালক ঢাকায়, শুটিং চলছে নেপালে!

ওয়ালিউল মুক্তা
১৮ মার্চ ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০১:৩২

পরিচালক ছাড়াই নেপালে চলছে শুভ-তানহার শুটিং শুটিংয়ের ব্যাপক আয়োজন। লোকেশন- নেপালের পোখরা। সেখানে উপস্থিত নায়ক-নায়িকার সঙ্গে পুরো ইউনিট। অনুপস্থিত শুধু পরিচালক, সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ।

অনেকটা না জানিয়ে এভাবেই গত শুক্রবার (১৭ মার্চ) থেকে নেপালে শুটিং চলছে আরিফিন শুভ-তানহা অভিনীতি ছবি ‘ভালো থেকো’র। ছবির গানের দৃশ্যেধারণের জন্য এর নায়ক-নায়িকা ও প্রযোজক এখন সেখানে অবস্থান করছেন। আর ঢাকায় বসে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু।

এমন ‘অপমানজনক’ কাজের জন্য ছবির পরিচালক রাজু গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে।

সমিতি ও রাজু- দু’পক্ষ থেকেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করা হয়েছে।

জাকির হোসেন রাজু বলেন, ‘‘আমি পত্রিকার মাধ্যমে ১৫ মার্চ জানতে পারি ‘ভালো থেকো’ ছবির শুটিং ইউনিট এখন দেশের বাইরে! অথচ ছবিটির পরিচালক হিসেবে আমি কিছুই জানতে পারিনি। আমি অভিযোগ জানিয়েছি সমিতিতে। এখন দেখি, সমিতি কী উদ্যোগ নেয়।’’

গেল অক্টোবরে ঢাকার শুটিংয়ে তানহা-শুভ। ডানে পরিচালক রাজু জানা যায়, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রই শুটিংয়ের বন্দোবস্ত করেছে। তাদের ব্যবস্থাপনায় এখন নেপালে চলছে শুটিং। ছবির প্রযোজক কামাল হাসান এখন নেপালে ইউনিটের সঙ্গে অবস্থান করছেন।

ছবিটি তাহলে এখন কে পরিচালনা করছেন, এমন প্রশ্নে রাজু বলেন, ‘এটা আমি বলতে চাই না। কারণ তারা কীভাবে কী পরিচালনা করছেন, সেটা তাদের ব্যাপার। আর আমি অভিযোগ মাত্র করলাম।’

এদিকে বিষয়টি নিয়ে ছবির নায়ক আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এটা পরিচালক ও প্রযোজকদের বিষয়। আমি এখানে একেবারে পুতুল হয়ে গেছি।’

শুভ জানান, ২১ মার্চ তারা দেশে ফিরবেন। নেপালের পোখরায় ছবিটির ‘মন দিওয়ানা’ শিরোনামের গানের দৃশ্যধারণ চলছে।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা