X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে বলিউডের ‘শাহ’ পরিবার

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৪:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:৩২

কন্যা হিবা শাহ-এর সঙ্গে রত্না ও নাসিরুদ্দিন বলিউডডের জাঁদরেল অভিনেতা নাসিরুদ্দিন শাহ আসছেন ঢাকায়। তবে চলচ্চিত্রের কাজে নয়, তাকে দেখা যাবে ঢাকার নাট্যমঞ্চে।

বিখ্যাতা এ অভিনেতা তার নির্দেশিত ‌‘ইসমাত আপাকে নাম’ নাটকে অভিনয় করবেন। একই নাটকের মঞ্চে দেখা যাবে তার স্ত্রী বলিউড অভিনেত্রী রত্মা পাঠক শাহ এবং তাদের তিন সন্তানের মধ্যে একমাত্র কন্যা হিবা শাহকে।

জানা গেছে, বাংলাদেশে বলিউড নন্দিত ‘শাহ’ পরিবারের এটাই প্রথম সফর।

তাদেরকে ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এটি মঞ্চায়িত হবে।

ব্লুজ কমিউনিকেশনস ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, দেশের মানুষকে একটু উন্নত ও ভিন্ন রুচির বিনোদন দেওয়ার জন্য তাদের এই প্রয়াস।

মূলধারা ও ধ্রুপদিসহ বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের জন্য খ্যাত ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি ইতোমধ্যে পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণ।

‘ইসমাত আপাকে নাম’-এর মাধ্যমে খ্যাতিমান লেখক ইসমাত চুখতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।

আর তাতে মূল চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। অন্যতম দুটি চরিত্রে থাকছেন স্ত্রী রত্না পাঠক শাহ ও কন্যা হিবা শাহ।

এ আয়োজনের টিকিট সংগ্রহ করা যাবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়।

প্রসঙ্গত, নাসিরুদ্দিন ও রত্না বিয়ে বন্ধনে আবদ্ধ হন ১৯৮২ সালে। তাদের সুখের সংসারে তিন সন্তান- ইমাদ, ভিভান ও হিবা শাহ।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!