X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘৮ মাস টানা কাজ করেছি’

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ০৮:০০আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০৮:০০

অপর্ণা। ছবি সংগৃহীত নিয়তই নিজ কাজ করা হয়। কিন্তু যে কাজের সঙ্গে মিশে যায় স্বদেশ, তাতে হয়তো বাড়তি মমতা গড়ে ওঠো। শিল্পীদের কাছ থেকে সেই মমতার কথাই শুনতে চেয়েছি আমরা। দেশ সম্পৃক্ত কাজের আগে বা পরে কেমন থাকে তাদের অনুভূতি বা কতটা ভাবায় তাদের। সে ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে নাটক ও চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন অপর্ণা ঘোষ-

‘‘মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি কাজের অভিজ্ঞতা আমার হয়েছে। এবার ‘জয়ার জয়’ নামের একটি নাটকেও অভিনয় করলাম। এর গল্পটা চমৎকার। তবে আমি বলতে চাই ‘ভুবন মাঝি’ ছবিটি নিয়ে। এর জন্য আমরা কলাকুশলীরা ৮ মাস টানা একসঙ্গে কুষ্টিয়া থেকেছি। তখন মুক্তিযোদ্ধার কাছে গল্পও শুনতাম। এছাড়া আমার পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের কাছে নিয়মিতই শুনতাম। তাই আমার মানসিক প্রস্তুতি আগেই তৈরি হয়েছিল। এছাড়া ছবিটির শুরুর দিকে যখন লোকেশন দেখা হতো তখন পরিচালক আমাকে ছবি পাঠাতেন। যা দেখে দেখে প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর আমরা কুষ্টিয়াতে দীর্ঘদিন ছবির কাজ করি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। সেখানে থাকতে থাকতে যেন একবারে ছবির সঙ্গে মিশে গিয়েছিলাম। এ স্মৃতি আমি কখনও ভুলব না।’’ ভুবন মাঝির দৃশ্যে অপর্ণা
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা