X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পল আমার দিকে তাকিয়ে আছে: ডিজেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৬:১১আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২১:০৩

সামনেই মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি ফ্র্যাঞ্চাইজির অস্টম কিস্তি। ‘ফেইট অব দ্য ফিউরিয়াস’ নামের এই ছবিতে দেখা যাবে না সব ছবিতে থাকা অকাল প্রয়াত পল ওয়াকারকে। এই ছবি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা ওয়াকার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

‘ফিউরিয়াস সেভেন’ মুক্তির আগে ২০১৩ সালে পল ও ডিজেল এবারের ছবির মূল তারকা ভিন ডিজেল বলেছেন, তারা ছবিটি এমন কিছু করতে যাচ্ছেন যে পল ওয়াকার হতাশ হবেন না। বুধবার লাস ভেগাসে সিনেমাকনে সাংবাদিকদের একথা জানান তিনি।

ওয়াকার মারা যাওয়ার পর ‘ফিউরিয়াস সেভেন’-এর কিছু অংশে অভিনয় করেন তার দুই ভাই। ছবিটি বিশ্বজুড়ের ১৫০ কোটি ডলার ব্যবসা করে। ভিন বলেন, ‘ওয়াকার সবসময়ই চেয়েছে আটটি কিস্তি হোক। আমার কাছে সবসময়ই মনে হয়ে সে আমার দিকে তাকিয়ে আছে।’

১৪ এপ্রিল মুক্তি পাবে ‘ফেট অব দ্য ফিউরিয়াস’। ডিজেল বলেন, ‘এটাই আপনার জীবনের সেরা মুভি হতে পারে।’ এছাড়া ছবিটি নতুন এক ট্রিলজি শুরু করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘বিশ্ববাসী নতুন এক ট্রিলজির শুরু দেখবে এই ছবির মাধ্যমে।’

এফ গ্যারি গ্যারির পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করছেন ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম, মিশেল রড্রিগেজ, লুডাক্রিস ও টাইরিস গিবস।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র