X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নারীদের প্রতিকূলতার গল্পে হিমু

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১৪:৪৯আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৪:৫২

হোমায়রা হিমু মূলত ধারাবাহিকের কাজ নিয়েই সারা বছর ব্যস্ত থাকেন হোমায়রা হিমু। ফলে এক ঘন্টা কিংবা স্বল্পদৈর্ঘ্যের বিশেষ কাজে সচরাচর পাওয়া যায় না তাকে।

তবে সম্প্রতি নিজের এই দীর্ঘ ধারায় খানিক পরিবর্তন এনেছেন। গল্প পছন্দ হলেই ইদানিং অংশ নিচ্ছেন অন্তর্জালের জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এমন কাজ এর আগে দুটি করেছেন। এবার হাতে নিয়েছেন তৃতীয় প্রজেক্ট।
হিমু জানান, এবারের চলচ্চিত্রের নাম ‘বার্ড ইন দ্য কেজ’। পরিচালনা করছেন মাহাদি জিসান। ৩ এপ্রিল রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন শুরু হবে। যে গল্পে উঠে আসবে বাংলাদেশের মেয়েদের চলাফেরায় নানান প্রতিবন্ধকতার গল্প। ‘বার্ড ইন দ্য কেজ’ প্রসঙ্গে হিমু বলেন, ‌‌‌‘নারীদের জীবনে নানা প্রতিকূলতার গল্প এ চলচ্চিত্রের মূল উপজীব্য। আমার কাছে চিত্রনাট্যটি বেশ লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। এবং ভালো কিছু ম্যাসেজ পাবেন।’
প্রসঙ্গত, এর আগে ‘ফেইস টু  ফেইস’ ও ‘ডুয়েট’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন হিমু। বর্তমানে ‘কমেডি ৪২০’, ‘ছন্নছাড়া’, ‘ডিবি’সহ আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন এ অভিনেত্রী।
/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র