X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইমনের বিপরীতে ‘চিত্রনায়িকা’ ঈশানা

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৭:১০আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৪:০৭

বিজ্ঞাপনের শুটিংয়ে ঈশানা ও ইমন টিভি নাটকে এ মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌনিতা খান ঈশানা। পাশাপাশি বিজ্ঞাপনেও তার নান্দনিক উপস্থাপনা দেখা মেলে। তবে চলচ্চিত্রে পা দিচ্ছি-দিবো বলে- এখনও হলো না।

কেন হলো না? সে বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাইছেন না তিনি। তবে এমন প্রশ্নকে ছাপিয়ে কাছাকাছি একটি খবর দিলেন ঈশানা।
জানালেন, চলচ্চিত্রে পা না রাখলেও এবার তিনি চিত্রনায়িকার বেশেই হাজির হচ্ছেন দর্শকদের সামনে। আর এতে তার বিপরীতে থাকছেন নায়ক ইমন। তবে সেটি সিনেমা কিংবা নাটকে নয়, বিজ্ঞাপনচিত্রে।
এতে থাকবে চলচ্চিত্রের মতোই নাচ-গান। আর তাতে পারফর্ম করবেন ঈশানা-ইমন। স্পার্ক এনার্জি ড্রিংকের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ।
কাজটি প্রসঙ্গে ঈশানা বলেন, ‘ফিল্মে কখনও কাজ করার অভিজ্ঞতা হয়নি। তবে এই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে কিছুটা হলেও বুঝতে পেরেছি চলচ্চিত্রের গানের দৃশ্যের কাজ কীভাবে হয়। এর আগে এমন নাচে-গানে চিত্রনায়িকার বেশে দর্শকদের সামনে আসতে পারিনি। তাই একেবারে নতুন একটা লুক, নতুন একটা অভিজ্ঞতা বলতেই পারি।’
তিনি জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সব ক’টি টিভি চ্যানেলে সম্প্রচার হবে।
শুটিংয়ের ফাঁকে ইমন ও ঈশানা এদিকে কিছুদিন যাবৎ ঈদের বিশেষ খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ঈশানা। এর মধ্যে ‘ক্রাশ’, ‘ছুটে চলা’, ‘আহত পাখির ডানা’, ‘ইডিয়েট’, ‘মতি মিয়ার কীর্তি’, ‘পিঁপড়া বনাম হাতি’সহ  কিছু নাটকের কাজ শেষ করেছেন তিনি। এছাড়া ঈদ উপলক্ষে একটি ছয় পর্বের ধারাবাহিকেও অভিনয় করেছেন ঈশানা। মিনহাজুল ইসলামের পরিচালনায় এর নাম ‘হানিমুন’।
বর্তমানে ঈশানা অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- ‘হাই সোসাইটি’, ‘শান্তি অধিদপ্তর’, ‘তুমি আসবে বলে’, ‘এক পা দু পা’, ‘নোয়াশাল’ ইত্যাদি।
/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু