X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা

পাবনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১৪:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৪:৩৯

 

স্মরণিকা হাতে অতিথিরা। আয়োজনের ছবি- ইমরোজ খোন্দকার বাপ্পি মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে উন্মোচন করা হলো ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা-২০১৬’। নায়িকার জন্ম শহর পাবনার গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে আজ (সোমবার) সকালে এটির মোড়ক উন্মোচন করা হয়।
স্মরণিকায় বিভিন্ন লেখকের ৯টি লেখা ও সুচিত্রা সেনের জন্মবার্ষিকী ও চলচ্চিত্র প্রদর্শণীসহ বিভিন্ন কর্মসূচি বেশকিছু ছবি স্থান পেয়েছে।
স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী বালো, অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, মনোরঞ্জন মণ্ডল মনোজ, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ অনেকে।
বক্তারা জানান, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল বাড়িটি উদ্ধারের পর সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম ইন্সটিটিউট করার। যে কাজ স্বল্প পরিসরে হলেও জেলা প্রশাসন শুরু করেছে। প্রশংসনীয় এই কাজটিতে আরো বেগবান করে দ্রুত সেখানে একটি ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার কাজ শুরু করতে হবে বলেও মনে করেন বক্তারা।
পরে ফিতা কেটে ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরনিকা’র এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র