X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রক্তাক্ত অপূর্ব তবুও নীরব ঊর্মিলা!

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৬:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৮:০৩

রক্তাক্ত অপূর্ব নীরব ঊর্মিলা জিকো এলাকার পাতি মাস্তান। তবে শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দু’বছর আগে মাস্টার্স পাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু কখনও চাকরি করার আগ্রহ দেখা যায় নি তার মাঝে।

এদিকে মহল্লার সবচেয়ে রূপসি মেয়েটির নাম আরশী। ইদানিং আরশীকে জিকোর বেশ মনে ধরেছে। রোজ ভার্সিটি যাওয়া আসার পথে জিকো রাস্তায় দাঁড়িয়ে নানান কসরত করে আরশীর মনযোগ আকর্ষণের জন্য। কিন্তু ব্যর্থ হয়। আরশীর এই উদাসিনতা জিকোর ব্যাকুলতাকে দিন দিন উসকে দেয়।
শেষ পর্যন্ত আরশীর মন পেতে অনেক অসাধ্যই সাধন করেন জিকো। রিক্সা চালক থেকে সংসদ সদস্যের পুত্রের গায়েও হাত তুলতে দ্বিধা করেন না। বিনিময়ে বারংবার হন রক্তাক্ত। বিপরীতে নিরুত্তর থাকেন আরশী।  
আর এই জিকো চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং আরশী সেজেছেন ঊর্মিলা। তাদের এই অদ্ভুত প্রেমময় গল্পের শেষ পরিণতি কী- সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
৪  মে, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‌‘কী কথা তাহার সাথে’ নামের এই নাটকটি। এটি লিখেছেন মুহাম্মদ আবু রাজীন। পরিচালনা করেছেন শেখ সেলিম।
নাটকের একটি দৃশ্যে ঊর্মিলা ও অপূর্ব /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী