X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র নাটকে নজরুলসংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
০৮ মে ২০১৭, ০০:০২আপডেট : ০৮ মে ২০১৭, ০০:০২

ফাতেমা তুজ জোহরা। নজরুলসংগীতে দেশের অন্যতম প্রধান শিল্পী। মাঝে মাঝে অভিনয়েও পাওয়া যায় তাকে। তবে এবার পাওয়া যাচ্ছে ভিন্ন আবহে। অভিনেত্রী হিসেবে এবার তাকে পাওয়া যাবে রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নাটকে।

নাটকের একটি দৃশ্যে ফাতেমা তুজ জোহরা ও শিমু নাটকের নাম ‘ঘাটের কথা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকে ফাতেমা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এতে শিমুর মায়ের চরিত্রে দেখা যাবে এ নজরুলসংগীতশিল্পীকে।
নাটকে দেখা যাবে, আট বছর বয়সে কুসুমের বিয়ে হয়। স্বামী দূর শহরে চাকরি করেন। ফলে বছরে দু-চার বার ছুটি পান। কিন্তু কপালের ফের, এক বছর শেষ হতে না হতেই কুসুম বিধবা হয়ে আবার বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর কেটে যায় দশ বছর।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এটি বাংলাভিশনে প্রচার হবে ৮ মে (সোমবার) রাত ৯টা ৫ মিনিটে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র