X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এবারই প্রথম, একটু অন্যরকম

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০১৭, ০০:০৪আপডেট : ১১ জুন ২০১৭, ২১:৩২

উর্মিলা শ্রাবন্তী কর/ ছবি: সংগৃহীত তিনি বাস্তবে যেমন, অধিকাংশ সময় পর্দাতেও তেমনই। মানে নাটক এবং বাস্তবের মধ্যে খুব একটা ফারাক থাকে না উর্মিলার গেটআপ-মেকআপে। তবে এবার একটু অন্যরকম উর্মিলা শ্রাবন্তী করকে আবিষ্কার করবেন তার দর্শকরা।

সে প্রসঙ্গে এই নেত্রী-অভিনেত্রীর কাছ থেকে সরাসরি জানার আগে বলে নেওয়া প্রাসঙ্গিক- এবারই প্রথম প্রশংসিত নির্মাতা সোহেল আরমানের সঙ্গে কাজ করছেন উর্মিলা। নাটকের নাম ‘মন চুরি’। পরিচালক নিজেই এর চিত্রনাট্য তৈরি করেছেন। আর শুটিং শুরু হয়েছে শনিবার (১০ জুন) থেকে উত্তরার স্ক্রিপ্ট হাউজে।

এতে উর্মিলার সহশিল্পী হিসেবে আছেন শাহেদ শরীফ খান, সুমনা সোমা, রওনক হাসান প্রমুখ।

আর এই নাটকেই উর্মিলাকে পাওয়া যাবে একেবারে ভিন্ন ধারার একটি চরিত্রে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার জন্য অনেক সাহসী একটি চরিত্র। যেখানে আমাকে দেখানো হচ্ছে উচ্ছন্নে যাওয়া একটি মেয়ের চরিত্রে। যে নিয়মিত স্মোক করে, ওয়েস্টার্ন পোশাক পরে, সারাক্ষণ আড্ডাবাজি করে- এই ধরনের বিষয়। বাস্তবে যেটা আমার সঙ্গে সত্যি সত্যি বেমানান। এমন চরিত্রে এর আগে খুব একটা অভিনয় করা হয়নি আমার।’

তিনি আরও বলেন, ‘সোহেল আরমান ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। গল্পের শেষটাতে দারুণ মোড়। খবু ভালো লাগছে কাজটি করে।’

শুটিংয়ের ফাঁকে সোহেল আরমান ও উর্মিলা ‘মন চুরি’ আসছে ঈদে প্রচারের কথা রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

প্রসঙ্গত, টিভি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি উর্মিলা দায়িত্ব পালন করছেন টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের প্রচার সম্পাদক হিসেবে।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা