X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পিউ’র একলা জীবন

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৪ জুন ২০১৭, ১৭:৪০

নাটকের একটি দৃশ্যে প্রভা ও সজল পিউ। পুরো নাম রোদেলা চৌধুরী পিউ। বয়স মাত্র ১৭/১৮। বাবা-মায়ের একমাত্র সন্তান। তারা দুজনেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। বাবা চৌধুরী গ্রুপের মালিক। আর মা বিখ্যাত পরিবেশবিদ। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মাসের প্রায় দিনই দেশের বাইরে থাকেন। পিউকে দেওয়ার মতো সময় তাদের খুব কম।

পিউ এক ভীষণ রোগে আক্রান্ত। আসলে তার মাথার সমস্যা। খুব বেশি কিছু চিন্তা করতে পারে না। অসুস্থ হয়ে পড়ে। বিশাল বাড়িতে পিউ থাকে তার গভর্নেস মনিরার কাছে। পিউ সারাটা দিন নিজের মতো করেই কাটায়। মা-বাবার অনুপস্থিতিতে মনিরাই ওর একমাত্র অবলম্বন।

পিউ’র ভালো লাগে অবীরকে। সে আবীরের সঙ্গে যেতে চায়। কিন্তু কোথায় আবীর? পিউ ভেঙে পড়ে। বুঝতে পারে- আজও তার রাজকুমার তাকে না নিয়ে চলে গেছে।

পিউ’র এমন একলা জীবন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘একটি রাত’। আর এই চরিত্রে অভিনয় করেছেন প্রভা। রাকেশ বসুর চিত্রনাট্য-পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সজল, রিমু রোজা, সানজিদা মিলা, শেখ আখতার হোসেন, অরূপ এবং শিশুশিল্পী শর্মী।

পরিচালক জানান এটি প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে ঈদের দিন বেলা ১১টায়।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!