X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রবাসে মেয়েদের অসম্মানের গল্প

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০১৭, ১৮:৩১আপডেট : ৩০ জুন ২০১৭, ১৮:৩৮

‘দরজা’র প্রচ্ছদ কানাডার টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দরজা’। ১ জুলাই কানাডার স্থানীয় সময় বিকাল ৫টায় ডানফোর্থ অ্যাভিনিউর উডসাইড সিনেমা হলে এটি প্রদর্শন হবে বলে জানিয়েছেন নির্মাতা পারভেজ সিদ্দিকী।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।
তিনি বলেন, ‘এটি প্রবাসে কষ্ট করা মেয়েদের গল্প। ভিনদেশে মেয়েদের অসম্মানের গল্প। একটি পরিবারের স্বপ্ন দেখার গল্প। আমরা সেসব মেয়ের খোঁজ রাখি না। সমাজে দেখি। কিন্তু তাদের নিয়ে কোনও চিন্তা করি না। ফেস্টিভ্যালে প্রদর্শন হওয়ার খবরটি সত্যিই আনন্দের, অনুপ্রেরণারও বটে। নির্মাতাকে ধন্যবাদ। সে সঙ্গে আমার এই শর্টফিল্মটি প্রবাসে কষ্ট করা সেসব মেয়েদের উৎসর্গ করলাম।’
প্রসঙ্গক্রমে নির্মাতা পারভেজ সিদ্দিকী বলেন, ‘এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না। এতে রোকেয়া প্রাচী মূল চরিত্রটিকে এমনভাবে রূপ দিয়েছেন যা মুগ্ধ করেছে সবাইকে। চলচ্চিত্রটি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মতো প্ল্যাটফর্মে বিশ্বের অন্য ছবির পাশে স্থান করে নিয়েছে। এটা আমার জন্য পরম সৌভাগ্যেরও বটে।’
রোকেয়া প্রাচী ছাড়াও এতে অভিনয় করেছেন মেহেদী হাসান পিয়াল, মিতা চৌধুরী ও বীথি রানী সরকারসহ অনেকেই।
প্রসঙ্গত, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে আজ- ৩০ জুন থেকে।
/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা