X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আত্মহত্যা করেছেন মানাম আহমেদের ছেলে জাহিন!

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১২:৫৭

জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক, মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদ। তিনি নিজেও এই প্রজন্মের অন্যতম ব্যান্ড ম্যাকানিক্স-এর গিটারিস্ট ছিলেন।

একটি সূত্র নিশ্চিত করেছে- আজ, শনিবার (২২ জুলাই) বেলা তিনটার দিকে জাহিন আহমেদ ধানমন্ডির নিজ বাসায় আত্মহত্যা করেন। তবে এর কারণ এখনও জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে জাহিনের মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মানাম আহমেদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ব্যান্ড ম্যাকানিক্স-এর ভোকাল ত্রিদিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন এই বিষয়ে কোনও কথা বলতে পারছি না।’

এদিকে ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন। তার গলায় দড়ি দিয়ে ফাঁস নেওয়ার চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ধানমন্ডি থানা সুরতহাল করেছে।’

লেনিন আরও জানান, জাহিন আহমেদ শনিবার (২২ জুলাই) আনুমানিক বেলা তিনটা নাগাদ ধানমন্ডির নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন। ৩টা ৩৫ মিনিট নাগাদ মানাম আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় চেকআপ শেষে বিকাল ৪টা ৪০ মিনিট নাগাদ জাহিনকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে কাল (রবিবার) বাদ জোহর জাহিনের মরদেহ দাফন করা হবে মোহাম্মদপুর কবরস্থানে।  
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র