X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি বিপাশা হায়াতের আহ্বান

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৫:৩৫আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৯:১০

বিপাশা হায়াত


অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী- বিপাশা হায়াতের অনেক পরিচয়। নিজ ইচ্ছায় আনন্দচিত্তে কাজগুলো করেন তিনি।
এবার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে নতুন একটি ইচ্ছের কথা জানালেন তিনি।
বিপাশা জানান, যদি সুযোগ হয় তবে এবার শিশুদের জন্য কিছু করতে চান। মাছরাঙা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপাশা আর্জি করে বলেন, ‘যদি সম্ভব হয় পথশিশুদের জন্য, শিশুশ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন। আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি তখন আমার সন্তানদের দিকে তাকাই।’
নিজেকে নিজে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যত। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না?’
বিপাশা হায়াত জানান, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য বেশ কিছু অনুষ্ঠান করতে চান।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনা ও নন্দিতার উপস্থাপনায় বিনোদন সারাদিন-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে  ৩০ জুলাই বিকাল সাড়ে ৫টায়, মাছরাঙা টেলিভিশনে।  
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!