X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘ডেকে নিয়ে আমাকে সারপ্রাইজ দিলো’

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ১৭:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:৪৩

১২ আগস্ট রাতের ছবি সাংসদ ফিরোজ রশীদ ফোন করে নিজ বাসায় বিশেষ দাওয়াত দিলেন ইফতেখারউদ্দিন নওশাদকে। সেই অনুসারে শনিবার (১২ আগস্ট) রাতে সাংসদের ধানমন্ডির বাসায় হাজির হলেন চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি, সেন্সর বোর্ডের সদস্য ও মধুমিতা হলের কর্ণধার নওশাদ। বাসায় ঢুকেই চমকে উঠলেন বেশ কয়েকজন অনাকাক্ষিত অতিথিকে দেখে, যাদের বিরুদ্ধে তিনি মামলাও করতে চাইছিলেন। অভিযোগ তুলেছেন লাঞ্ছিত করার।

আর নওশাদের সেই ‌‘শত্রু তালিকা’টি ছিল এমন- চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ এবং প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। অথচ ঠিক এই মানুষগুলোই সেই রাতে ছিলেন সাংসদ ফিরোজ রশীদের অতিথির তালিকায়!
নওশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংসদ ফিরোজ রশীদ আমাকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো সারপ্রাইজ দিয়েছেন। আমি জানতাম না, এভাবে আমাদের মিটমাট হবে। শিগগিরই একটা সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানাবো আমরা।’
উল্লেখ্য, যৌথ প্রযোজনার অনিয়ম বন্ধের দাবিতে গত ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র ঐক্যজোট। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখারউদ্দিন নওশাদ।
২১ জুন দিনের বেলায় এভাবেই লাঞ্ছিত হন ইফতেখারউদ্দিন নওশাদ সেদিন দুপুরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করে চলচ্চিত্র মালিক সমিতি ও পরিবেশক সমিতি। এ নিয়ে মামলাও করার প্রস্তুতি ছিল নওশাদের।
নওশাদ আরও বলেন, ‌‘‘দেখুন, আমি সরকারি কাজে গিয়ে সেদিন লাঞ্ছিত হয়েছি। অথচ সরকার পক্ষ থেকে আমি সাপোর্ট পেলাম না। সেন্সর বোর্ড মামলা করল না। কিন্তু চলচ্চিত্রের স্বার্থে আমাদের উদার হতে হবে। তারাও ‘সরি’ বললেন, এরপর তো আর কোনও কথা হতে পারে না।”
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু