X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার নারায়ণগঞ্জে তাবলিগে অনন্ত জলিল

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ১৮:১২আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৫১

অনন্ত জলিল গত ২৯ জুলাই থেকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামায়াতে ছিলেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন।

বিষয়টি আন্তর্জাতিক মিডিতেও বেশ ফলাও করে প্রচার করা হয়। এবার এই তারকা যাচ্ছেন নারায়ণগঞ্জে। উদ্দেশ্য একই, তাবলিগ জামায়াতে অংশ নেওয়া। ফতুল্লার এনায়েত নগরের বাইতুল আকসা জামে মসজিদ থাকবেন ৩ দিন। আগামী ১৮ আগস্ট থেকে তিনি অবস্থান করবেন।
আর বিষয়টি তিনি তার ভক্তদের জানাতে চান। যেন তারাও তার সঙ্গে এতে যুক্ত হন। অনন্ত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি আপনাদের (ভক্ত) সুবিধার্থে তাবলিগ জামায়াতের সময় ও স্থান জানাচ্ছি। যেন অন্যরাও এতে আসতে পারেন।’
পাশাপাশি তিনি দেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান, ‘দেশে এখন ভয়াবহ বন্যা। আমাদের যা কিছু আছে, চলুন আমরা তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াই।’
এদিকে, অনন্ত জলিলের এ কর্মকাণ্ড নিয়ে বেশ বড় করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর পরিবেশন করে। এএফপি, দ্য ডেইলি মেইল, আরব নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মাধ্যম এ তালিকায় ছিল।

 

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র