X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রণবীর সিংকে ২৪টি থাপ্পড়!

বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪

‘পদ্মাবতী’ ছবির সাজে রণবীর সিং ঠিকই পড়ছেন! জেনে হতবাক হবেন, ‘পদ্মাবতী’ ছবির একটি দৃশ্যের প্রয়োজনে রণবীর সিংকে ২৪টি চড় দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। তবে এর মধ্যে পর্দায় দেখা যাবে কেবল একটি! 

যুতসই লাগছিল না বলে পরিচালক সঞ্জয়লীলা বানসালি দৃশ্যটি ২৪ বার রিটেক করেছেন। এ কারণে বেচারা রণবীরকেও ২৪টি থাপ্পড় হজম করতে হয়েছে। ৩২ বছর বয়সী এই অভিনেতা অবশ্য হাসিমুখেই সব মেনে নিয়েছেন। কারণ পরিচালকের নাম যে বানসালি। তার কাছ থেকেই তো ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবি দুটি পেয়েছেন তিনি।
‘পদ্মাবতী’তে রণবীরের চরিত্রটি দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির। তার চাচা জালালউদ্দিন খিলজি হিসেবে আছেন রাজা মুরাদ। শুধু তাদের চড়ই নয়, প্রতিটি দৃশ্যই নিখুঁত করে তুলতে প্রচুর খাটছেন কলাকুশলীরা।
ছবিটিতে নাম ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গল্পে ছিত্তোরের কিংবদন্তি রানী পদ্মিনীর প্রেমে পড়ে রাজা আলাউদ্দিন খিলজি। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে থাকছেন শহিদ কাপুর। এ বছর মুক্তি প্রতীক্ষিত ছবির তালিকায় ‘পদ্মাবতী’ অন্যতম। 

সূত্র: বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা


/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র