X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দর্শকদের অনুরোধে টানা তিন দিন ‘বড় ছেলে’

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬

‘বড় ছেলে’ টেলিছবিতে অপূর্ব ও মেহজাবিন ঈদুল আজহায় প্রশংসিত টেলিছবির তালিকায় ওপরের দিকে রয়েছে অপূর্ব ও মেহজাবিন অভিনীত ‘বড় ছেলে’। তাদের আবেগাপ্লুত অভিনয় দেখে বেশিরভাগ দর্শকই চোখের জল ধরে রাখতে পারেননি। এর গল্পে রয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন।

সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এই টেলিছবির দর্শক ভিউ বেড়ে চলেছে আশাতীত হারে। ‘বড় ছেলে’কে দেখার ইচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্ট্যাটাসও দিচ্ছেন। সবার অনুরোধে ‘বড় ছেলে’ আবারও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন।

আগামী ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর রাত ১১টায় বিরতিহীনভাবে প্রচার হবে ‘বড় ছেলে’। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিছবিটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখা ভালো— আমার দাদা, বাবা ও আমি পরিবারের বড় ছেলে। তবে এটি আমার জীবনের গল্প নয়। কিন্তু আমি সামনে থেকে দেখেছি।’

গল্পের নেপথ্যের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক আরিয়ান আরও বলেন, ‘কাজ করতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতিই উঠে আসে। যেমন প্রাইভেট শিক্ষকদের ঘটনা। সেগুলোই এ টেলিছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’
ইউটিউবে দেখতে পারেন টেলিছবিটি:










/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা