X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর পর ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫১

পাঁচ বছর পর ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’ দীর্ঘ পাঁচ বছর পর আবারও মঞ্চে আসছে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’। আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে থাকছে এই দুটি উঠান প্রযোজনা।

‘কেরামতনামা’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন রিঙ্কন শিকদার। ‘বায়োস্কোপ (অন্তরদৃশ্যে বহিঃদৃশ্য)’ ভাবনা, বিন্যাস ও নির্দেশনায় সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল।

নাটক দুটি দীর্ঘ বিরতি প্রসঙ্গে প্রাচ্যনাটের অন্যতম সদস্য কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘এখন মিলনায়তন বরাদ্দের ওপর নির্ভর করে আমাদের নাট্যচর্চা, মাসে একদিন মিলনায়তন বরাদ্দ হলে দুটো মহড়া আর একদিন প্রদর্শনী করা যায়।’

এই নাট্যশিল্পী যোগ করে জানান, মিলনায়তন সংকটে পড়ে তাদের মধ্যে মেলতে লাগলো ‘নাটকের বিকল্প স্পেস’ ভাবনার ডালপালা। এর অংশ হিসেবে মহড়া কক্ষেই অভিনীত হতে থাকলো বিভিন্ন প্রযোজনা। এখানে দর্শক হলো দলের কর্মী এবং বিভিন্ন দলের বন্ধুরা।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার