X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নতুন পরিচয়ে শাফিন

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৪

 

শাফিন আহমেদ। ছবি- সাজ্জাদ হোসেন ঢাকার রেকর্ডিং স্টুডিওগুলোতে আগের মতো প্রাণ নেই! কারণ এখন ঘরে ঘরে স্টুডিও। বেশিরভাগ সংগীতশিল্পী নিজ নিজ স্টুডিওতে গান-বাজনার কাজ করে থাকেন।
তবে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ মনে করেন, পরিপূর্ণ তৃপ্তি আসে এমন কাজ করা যায় না ঘরে। তাই একটি রেকর্ডিং স্টুডিও গড়ার উদ্যোগ নিলেন তিনি। তবে একা নন, যৌথভাবে আছে ক্যান্ডি প্রোডাকশন্স লিমিটেড। তাই এর নাম ক্যান্ডি রেকর্ডিং স্টুডিও।

পেশাদার স্টুডিওর সব সুবিধা নিয়ে রাজধানীতে এই রেকর্ডিং স্টুডিওর কার্যক্রম শুরু হয়েছে। শাফিন এখানে সংগীত প্রযোজক হিসেবেও থাকবেন। রেকর্ডিং থেকে প্রযোজনা— সবক্ষেত্রে পাওয়া যাবে তাকে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শাফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওর যাত্রা শুরু হয়েছে। এর উদ্দেশ্য, একটি রেকর্ডিংয়ের পরিপূর্ণ মাত্রা দেওয়া। এখন তো অনেকের বাসায় ব্যক্তিগত স্টুডিও থাকে। কিন্তু সেখানে অনেক সীমাবদ্ধতা মেনে কাজ করতে হয়। এ কারণে গুণগত মানের ক্ষেত্রে হেরফের হয়। এই স্টুডিওতে কাজ করলে সেই আক্ষেপ আর থাকবে না।’

রেকর্ডিং স্টুডিওতে নিজের যুক্ত থাকা প্রসঙ্গে শাফিনের বক্তব্য, ‘গানের মিক্সিং ও মাস্টারিংয়ে থাকবো। রেকর্ডিংয়ের পুরো কাজ হবে আামার তত্ত্বাবধানে। বাইরের কেউ যদি রেকর্ডিং করতে চান, সেই সুযোগও থাকবে। গান ছাড়াও এখানে ডাবিং করা যাবে।’

এদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে যুক্ত হয়েছেন শাফিন আহমেদ। শীর্ষ ১৬ থেকে সেরা ১০ বাছাই কার্যক্রম পর্যন্ত পাওয়া যাবে তাকে। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এনটিভিতে।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু