X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সৈয়দ শামসুল হক স্মরণে তথ্যচিত্র

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫

সৈয়দ শামসুল হক (ছবি: সাজ্জাদ হোসেন) ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’- প্রাঙ্গণেমোর নাট্যদল নির্মাণ করেছে এই বিশেষ তথ্যচিত্র। বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবসকে সামনে রেখে এটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে তার সাক্ষাৎকার, সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন।

আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় একই স্থানে থাকবে সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’। প্রাঙ্গণেমোরের অষ্টম প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তার সঙ্গে এতে অভিনয় করেছেন নূনা আফরোজ ও রামিজ রাজু।

নাটকটিতে সংলাপ মাত্র ৭টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর আগে বাংলা ভাষায় হয়নি। সৈয়দ শামসুল হকের স্মরণে এ আয়োজনে আসার জন্য ভক্ত, পাঠক ও অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।
‘ঈর্ষা’য় (বাঁ থেকে) রামিজ রাজু, অনন্ত হিরা ও নূনা আফরোজ গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’