X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এবার সিঙ্গাপুরে ‘ভয়ঙ্কর সুন্দর’

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ০১:২৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৩:৩৩

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও আশনা হাবিব ভাবনা লন্ডনের পর এবার সিঙ্গাপুরে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’। আগামী ৭ অক্টোবর দেশটির কার্নিভাল সিনেমাসে এর প্রদর্শনী হবে। এবারই প্রথম বাংলাদেশের কোনও ছবি দেখা যাবে এখানে।

এ প্রসঙ্গে অনিমেষ বলেছেন, ‘কার্নিভাল সিনেমাসে প্রথমবার বাংলাদেশি ছবি প্রজেক্টিং হতে যাচ্ছে, এটা অবশ্যই আমার জন্য আনন্দের ব্যাপার। শুধু পরিচালক হিসেবেই নয়, একজন বাংলাদেশি হিসেবেও।’

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে আশনা হাবিব ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায় কার্নিভাল সিনেমাসের ওয়েবসাইটের কামিং সুন অপশনে গিয়ে দেখা যায়, তাদের আগামী আকর্ষণ হিসেবে আছে ‘ভয়ঙ্কর সুন্দর’। ৭ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টায় এর দুটি প্রদর্শনী হবে।

ছবিটিতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। সিঙ্গাপুরে ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি এককথায় বলবো অভিভূত।’

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও আশনা হাবিব ভাবনা বাংলাদেশের প্রেক্ষাগৃহে গত ৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। ‘ভয়ংকর সুন্দর’-এ ভাবনাকে দেখা গেছে ভারতের বাংলা ছবির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। এছাড়াও আছেন ফারুক আহমেদ, খায়রুল আলম সবুজ, অ্যালেন শুভ্র, সমাপ্তি মাসুক, দিহান, হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ , ফারহানা মিঠু, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম প্রমুখ। 

এদিকে কার্নিভাল সিনেমাসে আগামী আকর্ষণ হিসেবে আরও থাকছে বলিউড সুপারস্টার আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’, সাইফ আলি খানের ‘শেফ’। এখন সেখানে চলছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের ‘সিমরান’, বরুণ ধাওয়ানের ‘জড়ুয়া টু’, সঞ্জয় দত্তের ‘ভূমি’।

আরও পড়ুন-

চট্টগ্রাম ও যুক্তরাজ্যে 'ভয়ংকর সুন্দর'



/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র