X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে ‘আয়নাবাজি’!

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১৭:০১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১২:৩০

‘আয়নাবাজি’র দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘আয়নাবাজি’ এবার দেখা যাবে বিনামূল্যে! ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির আয়োজনে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ সুযোগটি পাচ্ছেন দর্শকরা। ছবিটি দেখানো হবে রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ছবি ‘আয়নাবাজি’। এরপরের গল্প সবারই জানা। এটি দেখতে সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। ছবিটির প্রধান চরিত্র আয়না হিসেবে আছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া, বৃন্দাবন দাস, গাওসুল আলম শাওন, বিজরী বরকতউল্লাহ, জামিল হোসেনসহ অনেকে। অতিথি চরিত্রে আছেন আরিফিন শুভ।

‘আয়নাবাজি’র মূল ভাবনা গাওসুল আলম শাওনের; চিত্রনাট্যও রচনা করেছেন তিনি, সঙ্গে ছিলেন অনম বিশ্বাস। নির্বাহী প্রযোজনায় এশা ইউসুফ। ৬৯তম কান চলচ্চিত্র উৎসব, যুক্তরাষ্ট্রের সিয়াটল, জার্মানির ম্যানহাইম-হাইডেলবার্গ, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আয়নাবাজি’। এছাড়া যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট ন্যারেটিভ ফিল্মের উপাধি পায় ছবিটি।

শুধু ‘আয়নাবাজি’ই নয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ থাকছে দেশের বেশ কয়েকটি আলোচিত ছবি। শুক্রবার শুরু হওয়া শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলায়তনে এ আয়োজন চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রথম দিন ছিল সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়োস্কোপ’।

শনিবার (৭ অক্টোবর) দেখানো হচ্ছে— ‘দর্পণ বিসর্জন’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ও ‘রীনা ব্রাউন’। ৮ অক্টোবর ‘মেঘলা আকাশ’, ‘শঙ্খনাদ’, ‘আয়নাবাজি’; ৯ অক্টোবর ‘জীবন থেকে নেয়া’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আহা’; ১০ অক্টোবর ‘রানিকুঠির বাকি ইতিহাস’, ‘লাঠিয়াল’, ‘টেলিভিশন’; ১১ অক্টোবর ‘ওরা ১১ জন’, ‘সীমানা পেরিয়ে’, ‘নদীজন’; ১২ অক্টোবর ‘তিতাস একটি নদীর নাম’, ‘আগুনের পরশমণি’, ‘আন্ডার কনস্ট্রাকশন’; ১৩ অক্টোবর ‘ছুটির ঘণ্টা’, ‘অন্তর্যাত্রা’, ‘অজ্ঞাতনামা’; ১৪ অক্টোবর ‘সূর্যগ্রহণ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘জালালের গল্প’।

আগামী ১৫ অক্টোবর ‘হাজার বছর ধরে’, ‘আয়না’, ‘মেঘমল্লার’; ১৬ অক্টোবর ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’, ‘স্বপ্নডানায়’, ‘পিতা’; ১৭ অক্টোবর ‘সুরুজ মিয়া’, ‘ঘানি’, ‘সত্যের মৃত্যু নেই’; ১৮ অক্টোবর ‘সূর্যস্নান’, ‘রংবাজ’, ‘শোভনের স্বাধীনতা’; ১৯ অক্টোবর ‘সুপ্রভাত’, ‘দাঙ্গা’, ‘শঙ্খচিল’ ও ২০ অক্টোবর থাকছে ‘পিচ ঢালা পথ’, ‘জীবনঢুলী’ ও ‘মনপুরা’।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র