X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে নিয়ে কাজ শুরু এভ্রিল ফাউন্ডেশনের

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:০৮

জান্নাতুল নাঈম এভ্রিল/ ছবি: সাজ্জাদ হোসেন
বাল্যবিয়ের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় পরেও নামিয়ে নিতে হলো জান্নাতুল নাঈম এভ্রিলকে।
তবে সেসময়ই কথা দিয়েছিলেন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন তিনি। গড়ে তুলবেন এভ্রিল ফাউন্ডেশন।
অবশেষে এই অক্টোবরেই যাত্রা করেছে ফাউন্ডেশনটি। সারাদেশে বাল্যবিয়ে বন্ধের জন্য কাজ করবে চ্যারাটিমূলক এ সংগঠনটি।
স্বেচ্ছ্বাসেবী ও ডোনার সংগ্রহের কাজ শুরু হলো এরমধ্যে।
এভ্রিল বলেন, ‘শুধু বাল্যবিয়েই নয়, নারীর ক্ষমতায়নেও কাজ করবে এ সংগঠনটি। আমার আয়ের ৭৫ ভাগ টাকা আমি এখানে দেব। কিছু অর্থও সংগ্রহ চলছে। এছাড়া সারাদেশে ভলান্টিয়ার থাকবে নারীরা। যারা অবহেলিত, নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবেন।’


বাল্যবিয়ে নিয়ে কাজ শুরু এভ্রিল ফাউন্ডেশনের উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে প্রথমে উপস্থাপিকা শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েক মিনিটের মধ্যে একই মঞ্চে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা করেন জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর এটিও বাতিল ঘোষণা করা হয় এভ্রিলের ‘বাল্যবিয়ে’র দায়ে।
এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর মিডিয়া অঙ্গন। এরপর একই প্রতিযোগিতার জেসিয়া ইসলামকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটটি দেওয়া হয়।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র