X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘‌শিরোনামহীন’ সদস্যদের কাছে তুহীনের দুঃখ প্রকাশ!

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ২১:১২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৯

তানযীর তুহীন ‘শিরোনামহীন’ ছেড়ে দিলেন দলটির প্রধান কণ্ঠ তানযীর তুহীন। ৬ অক্টোবর ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে খবরটি জানান জনপ্রিয় এই শিল্পী।
স্বাভাবিক, এক প্রকার আগুন লেগে গেল সংগীতাঙ্গনে। শুরু হলো ভক্ত-শ্রোতাদের অন্তর্জাল প্রতিক্রিয়া। যার বেশিরভাগই তুহীনের পক্ষে গেছে। অন্যদিকে অভিযোগের আঙুল উঠেছে ব্যান্ডটির দলনেতা জিয়া রহমানসহ অন্য সদস্যদের ওপর। এর মধ্যেই বিভিন্ন মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে নানা রকমের বক্তব্য দিয়েছেন দলের অন্যতম দুই সদস্য তুহীন ও জিয়া।
তবে এমন কাদা ছোড়াছুড়ির ঠিক ছ’দিনের মাথায় নতুন আবহে পাওয়া গেল তানযীর তুহীনকে। ১২ অক্টোবর বিকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে ‘শিরোনামহীন’ সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি শিরোনামহীন ব্যান্ড মেম্বার ও পরিবারবর্গের কাছে দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করছি, যারা বিগত কয়েকদিন অমানসিক দুঃখ ও কষ্ট ভোগ করছেন, আমার বক্তব্যের প্রেক্ষিতে।’
তুহীন আরও বলেন, ‘আমি শিরোনামহীনের সকল শ্রোতা, ভক্ত, বন্ধু এবং মিডিয়াকেও অনুরোধ করছি, আপনারা বিগত সময়গুলোতে যেভাবে শিরোনামহীন ব্যান্ডের পাশে থেকে সুখ, দুঃখ, আনন্দে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, সেভাবে আগামী সময়গুলোতেও পাশে থাকবেন। আপনাদের ভালবাসার জন্যই এই মানুষগুলো শিরোনামহীন।’
শিরোনামহীন, ডানদিকে জিয়া ও তুহীন ‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুহীন আরও বলেন, ‘শিরোনামহীন-এর কাছে আমি কৃতজ্ঞ, বিগত বছরের পথ চলায় তারা আমাকে যে ভালবাসা ও সুযোগ দিয়েছে গান গাওয়ার, তা আমার বাকি জীবনটাকে এগিয়ে নিতে উৎসাহ ও প্রেরণা যোগাবে। শিরোনামহীন-এর সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘শিরোনামহীন’ গঠন হয়। ২০০০ সালে গায়ক হিসেবে যোগ দেন তুহীন। তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ প্রকাশিত হয় ২০০৪ সালে। সবশেষ অ্যালবাম বাজারে আসে চার বছর আগে।
তুহীনের সাক্ষাৎকার:
‘এখন বুঝলাম আত্মিক নয়, অর্থনৈতিক সম্পর্ক ছিল আমাদের!’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!