X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

একই গান দুই কণ্ঠে

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ০০:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০০:০৪

তানভীর তারেক ও কোনালগান একটি কিন্তু আলাদা করে গাইলেন দু’জন কণ্ঠশিল্পী। শিল্পীদ্বয় হলেন তানভীর তারেক এবং কোনাল। দেশাত্মবোধক এই গানটির শিরোনাম ‘মায়ের আঁচল’।

যা তৈরি হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবির জন্য।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর-সংগীতায়োজন করেছেন তানভীর তারেক নিজেই। লিখেছেন হেদায়েতুল্লাহ মামুন।
গানটি প্রসঙ্গে নির্মাতা মাসুদ পথিক বলেন,‘গানটি পুরো ছবির একটি বড় থিমকে নির্দেশ করবে। তাই বিভিন্ন প্রেক্ষাপটে বেশ কয়েকটি ঢঙে এটি আমরা তৈরি করছি। আশা করছি দর্শকেরা ভালো কিছু পাবেন।’
কোনাল বলেন, ‘খুব আবেগী একটি সুর করেছেন তানভীর ভাই। দেশের গান গাইতে বরাবরই ভালো লাগে। মনে হয় গান গাওয়ার বাইরেও এক ধরনের দায়িত্ব পালন করেছি।’
তানভীর তারেক বলেন, ‘আমার কাছে দেশের গান করা দেশের প্রতি কমিটমেন্টের একটা অংশ। আর চলচ্চিত্র নির্মাণে কবি মাসুদ পথিকও তার সিগনেচার প্রতিষ্ঠা করেছেন। খুব শিগগিরই গানটির চিত্রায়ন করবেন। একজন সংগীত পরিচালক হিসেবে নিজের সুরারোপিত দৃশ্যগুলো দেখার জন্য বসে আছি।’
কিংবদন্তি চিত্রশিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু