X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিনেমার গল্প নিয়ে নাটক ‌‘তীরন্দাজ’

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ১৩:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৮

  তীরন্দাজ নাটকের শিল্পীরা।

চলচ্চিত্রের মানুষদের গল্প নিয়ে নতুন ধারাবাহিক নির্মিত হয়েছে। নাম ‘তীরন্দাজ’। এতে এ শিল্পের সঙ্গে জড়িতে মানুষদের নানা উত্থান পতন দেখানো হয়েছে। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
চরিত্রগুলোতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অপর্ণা, অহনা, আরফান, বাধঁন, আ খ ম হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, পিয়া আমানসহ বেশ কয়েকজন।
নাটকটির গল্প এমন, জয়িতার বেশ কটা সিনেমা ফ্লপ হওয়ার পর ইন্ডাস্ট্রির সবাই তাকে বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোনও ছবিতে প্রস্তাব তো পাচ্ছেই না বরং আগের চুক্তি হওয়া তিনটা সিনেমা থেকেও বাদ পড়ছে সে। পরিবার সমাজ ক্রমশই যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে। সেই সময় হঠাৎ জয়িতার সঙ্গে পরিচয় হয় একজন নবাগত পরিচালকের। এর নাম অর্ক। অদ্ভুত এক ছেলে অর্ক। বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতার কোনও কমতি নেই তার। জয়িতার জীবনের অন্ধকার আস্তে আস্তে কাটতে থাকে। কিন্তু অর্কের স্বপ্নের চলচ্চিত্র তৈরি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যায় না। কারণ কোনও প্রযোজকই টাকা লগ্নি করতে চায় না। একসময় জয়িতাই সিদ্ধান্ত নেয় টাকা লগ্নি করার। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় সিহাব, জয়িতার স্বামী। শুরু হয় নতুন মানসিক যুদ্ধ।

ধারাবাহিকটি উপভোগ করা যাবে চ্যানেল আইতে। ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায় এটি প্রচার হবে।

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু